বিশ্ব জল দিবস পালন, বীরভূমের খয়রাশোলে

Spread the love

বিশ্ব জল দিবস পালন, বীরভূমের খয়রাশোলে

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:-” জল ই জীবন” । আমাদের জীবনের সবথেকে অপরিহার্য উপাদান হল জল। ১৯৯৩ সাল থেকে প্রতি বছর ২২ শে মার্চ পানীয় জলের গুরুত্ব সম্পর্কে গণ সচেতনতা তৈরীর লক্ষ্যে জাতি সংঘ কর্তৃক বার্ষিক ভাবে উদযাপিত একটি দিন বিশ্ব জল দিবস।এবছর বিশ্ব জল দিবসের ভাবনা
জল ও স্যানিটেশন সংকট সমাধানে পরিবর্তন ত্বরাণ্বিত করা।জাতিসংঘের সিদ্ধান্ত অনুসারে ২০৩০ সালের মধ্যে সকলের জন্য পরিশুদ্ধ পানীয় জল ও স্যানিটাইজেশনের ব্যবস্থা করা। আজ ২২শে মার্চ বিশ্ব জল দিবস উপলক্ষে জল অপচয় রোধ, জল সংরক্ষণ, জলের সঠিক ব্যবহার এবং জল বিষয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধি ও বার্তা দেওয়ার লক্ষ্যে আয়োজিত হয় অনুষ্ঠান।জল জীবন মিশন বীরভূমের ইমপ্লিমেন্টেশন সাপোর্টিং এজেন্সি র উদ্যোগে খয়রাশোল ব্লকের কেন্দ্রগড়িয়া উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে জল বিষয়ক সচেতনতা শিবিরের আয়োজন করা হয় বুধবার।জলের অপচয় রোধ, জল সংরক্ষণ, বৃষ্টির জল ও ধূসর জলের পুনর্ব্যবহার, ভৌম জলের স্তর বৃদ্ধি সহ নানা বিষয়ের উপর ক্যুইজ, কবিতা ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।পাশাপাশি বিভিন্ন ধরনের সচেতনতা মূলক শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে পড়ুয়াদের নিয়ে এলাকায় পদযাত্রা বের হয়। বিভিন্ন বিষয়ে অনুষ্ঠিত প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কেন্দগড়ে উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবনাথ বিশ্বাস,বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি উত্তম গায়েন, কেন্দগড়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান গনেশ আচার্য্য, ইমপ্লিমেন্টেশন সাপোর্টিং এজেন্সির ব্লক প্রজেক্ট ম্যানেজার
সেখ আব্বাসউদ্দিন, ব্লক কমিউনিটি মোবিলাইজার সেখ মধু, জয়ন্ত দে, রাধা মাধব ঘোষ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *