বিশ্ব থ্যালাসেমিয়া দিবসকে সামনে রেখে,মেয়ের জন্মদিনে রক্তদান শিবির
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- ৮ ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। এ উপলক্ষে সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠনের উদ্যোগে থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতা শিবির পাশাপাশি রক্তদান শিবিরের ও আয়োজন করা হয়।বিশেষ করে থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্তের প্রয়োজন হয় বেশি। কিন্তু এই মুহূর্তে প্রবল গ্রীষ্মের দাবদাহ এবং লোকসভা ভোট এজন্য রক্তদান শিবিরের ঘাটতি দেখা দেওয়ায় বোলপুর ব্লাড ব্যাংক প্রায় রক্তশূন্য অবস্থায় রয়েছে। এই রক্ত সংকট দূরীকরণের উদ্দেশ্যে এবং থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স এসোসিয়েশনের সহযোগিতায় স্কুল শিক্ষক ও রাজ্য রক্তদান আন্দোলনের কর্মী নুরুল হক তার মেয়ে শগূফতার জন্মদিন উপলক্ষ্যে বাতানুকুল বাসে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেন মঙ্গলবার। এবিষয়ে নূরুল হক বলেন , “আমার কন্যার প্রতি বছর জন্মদিবস উপলক্ষে এই শিবির করা আমার লক্ষ্য এবং সকলকে এইভাবে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আবেদন জানাই “l উক্ত শিবিরে পুরুষ – মহিলা মিলে ৩০ জন স্বেচ্ছায় রক্ত দান করেন। এদিনের সংগৃহীত রক্ত বোলপুর ব্লাড ব্যাঙ্কে জমা করা হয়। ওয়েস্ট বেঙ্গল ব্লাড ডোনারস সোসাইটির রাজ্য সম্পাদক কবি ঘোষ এরূপ শিবিরের প্রশংসা করেন । থ্যালাসেমিয়া দিবসের দিন ৩০ জন থ্যালাসেমিয়া রোগী রক্তের যোগান পাবে এই শিবিরের মাধ্যমে বলে আয়োজকদের পক্ষ থেকে জানা যায় ।