বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন জেলাজুড়ে

Spread the love

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন জেলাজুড়ে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- ৫ ই জুন “বিশ্ব পরিবেশ দিবস”। সেই উপলক্ষে টুমোরোজ ফাউন্ডেশন নামক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে রাজনগর ব্লকের লাটুলতলা গ্রামে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয় খোলা আকাশের নীচে প্রাকৃতিক পরিবেশে।”আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য একটি সবুজ ও সুন্দর পৃথিবী রক্ষা করি”- এই শ্লোগানকে সামনে রেখে পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরা হয় । বিশ্ব উষ্ণায়নের ভয়াবহ প্রভাব আজ পরিলক্ষিত। অনাবৃষ্টি, খরা, ঘনঘন প্রাকৃতিক বিপর্যয়ের ফলে গাছপালা সহ প্রাণীকূল নানান ধরনের সমস্যায় জর্জরিত। জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে জীবন ও জীবিকার উপর গভীর প্রভাব ফেলছে। এর পরিপ্রেক্ষিতে মানুষের দৈনন্দিন জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে ব্যাপকভাবে উদ্যোগ গ্রহণ করা অপরিহার্য। বৃক্ষ রোপণ, বনভূমি রক্ষা, জলাভূমি পুনরুদ্ধার, জৈব ও প্রাকৃতিক মাটির গুরুত্বপূর্ণ অবদান সম্পর্কে জনমানসে সচেতনতা বৃদ্ধি করা।পাশাপাশি মাত্রাতিরিক্ত প্লাস্টিক ও রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে আনা। উক্ত কথা গুলির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সংগঠনের রাজনগর- খয়রাশোল শাখার ফিল্ড কর্মী অমলেন্দু ঘোষ, টুম্পা চৌধুরী, মধূসুদন মন্ডল প্রমুখ। অন্যদিকে সিউড়ির স্বেচ্ছাসেবী সংস্থা তৃপ্তিস ফাইন আর্টস এবং তৃপ্তি মোটো প্রাইভেট লিমিটেড এর পক্ষ থেকে সিউড়ির বাগানবাসী নামক অন্য এক স্বেচ্ছাসেবী সংস্থার হাতে শতাধিক বিভিন্ন ধরনের গাছের চারা তুলে দেওয়া হয়। চারাগুলো তুলে দেন সংস্থার কর্ণধার তৃপ্তি মুখোপাধ্যায়।তাদের বক্তব্য
৫ ই জুন পরিবেশের যত্ন নেওয়ার জন্য সম্মিলিত দায়িত্বের একটি শক্তিশালী অনুস্মারক। বিশ্ব পরিবেশ দিবস সচেতনতা বাড়ায়, কর্ম সচল করে এবং পরিবেশেগত স্থায়িত্ব প্রচার করে।
উল্লেখ্য বিশ্ব পরিবেশ দিবসের এই বছরের থিম – এখন কাজ করুন এবং ভবিষ্যতকে বাঁচান, পৃথিবীকে আবার সবুজ করুন। এই থিমকে সামনে রেখেই দূষণ মুক্ত পৃথিবী গড়তে এবং সুস্থ শ্বাসের জন্য গাছ প্রদান কর্মসূচি। আসন্ন অরণ্য সপ্তাহ উপলক্ষেও একাধিক কর্মসূচী থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো যায়।
একটি গাছ অনেক প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান”- এই শ্লোগানকে সামনে রেখে
মাড়গ্রাম থানার পক্ষ থেকে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় বৃক্ষ রোপণ কর্মসূচির মাধ্যমে।এদিন স্থানীয় থানার মাড়গ্রাম ডক্টর কুদরতিখোদা নারী শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, অন্যান্য শিক্ষিকা ও শিক্ষাকর্মীগণের উপস্থিতিতে বেশ কিছু ফলের চারাগাছ রোপন করা হয়। উপস্থিত ছিলেন মাড়গ্রাম থানার ওসি মহম্মদ মিকাইল মিঞা সহ স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষিকা ও শিক্ষা কর্মীগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *