বিশ্ব বন দিবস উদযাপন সারেঙ্গার নেতুরপুর প্রাথমিক বিদ্যালয়ে।
শুভদীপ ঋজু মণ্ডল ,বাঁকুড়া :- জঙ্গলমহলের সারেঙ্গা ব্লকের পন্ডিত রঘুনাথ মুরমু মহাবিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ফরেস্ট্রি র উদ্যোগে আজ একুশে মার্চ মঙ্গলবার সারেঙ্গা ব্লকের নেতুরপুর প্রাথমিক বিদ্যালয়ের সহযোগিতায় বিশ্ব বন দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হল। বন বাঁচাও পৃথিবী বাঁচাও ,বন্যপ্রাণ বাঁচাও পৃথিবী বাঁচাও এই শ্লোগানে ও প্লেকার্ড হাতে ছাত্র-ছাত্রীরা সারা গ্রাম ঘুরে মিছিল করল পরে বিদ্যালয়ে ফিরে এসে বন সংরক্ষণ ও বন বাঁচাও এবং জঙ্গলে আগুন না লাগানো বিষয়ে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সারেঙ্গা ব্লকের নেতুরপুর প্রাথমিক বিদ্যালয়ে যার মূল উদ্যোক্তা হলেন পন্ডিত রঘুনাথ মুরমু কলেজের অধ্যক্ষ নীলাংশু ঘোষ। সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করলেন এই ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ডক্টর শুভাশিস মাহাতো। এই বিভাগের সমস্ত ছাত্র-ছাত্রীরা এদিনের সচেতনতার মিছিলে ও সচেতনতা মূলক শিবিরে অংশগ্রহণ করেছে। ছাত্র-ছাত্রীরা হলেন সৌম্যদীপ মাহন্ত, রিয়া সিনহা মহাপাত্র ,রুমা মাকুর ,পার্থ সারথি বাসখান সহ অন্যান্যরা। প্রজেক্টর এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের একটি সিনেমা শো দেখানো হয় যেখানে বন ও বন্যপ্রাণ বাঁচাও নিয়ে ছবিটি তৈরি করা হয়েছে। জঙ্গলে আগুন লাগানো নিয়ে বিশেষ সচেতনতার ছবি ।খুশি, ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ের ছাত্রী শিল্পা পাহাড়ি বৃষ্টি লোহার অঙ্কুশ পাহাড়িরা বলে এই ধরনের অনুষ্ঠান আমাদের জীবনে এই প্রথম যা আমাদের খুব ভালো লাগলো। আগামীদিনে আমাদের এই সচেতনতামূলক অনুষ্ঠানটি সারাজীবন মনে থাকবে। বিভাগীয় প্রধান ডক্টর শুভাশিস মাহাতো বলেন জঙ্গল না বাঁচলে আমরা বাঁচবো না তাই আমাদের ফরেস্ট্রি বিভাগের উদ্যোগে আজ বিদ্যালয়ের শিশুদের নিয়ে এই ধরনের একটি অনুষ্ঠান করলাম। শিশুদের মধ্যে এ বিষয়ে আগ্রহ দেখে অত্যন্ত খুশি আগামী দিনে এই বিভাগের যেকোনো সচেতনতা মূলক অনুষ্ঠান আমরা এই বিদ্যালয় করতে চাই ।বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধন কুমার মন্ডল সহ সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের উপস্থিতি ও সহযোগিতা আমাদের আগ্রহ অনেকটা বাড়িয়ে দিয়েছে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা দেখে আমরা অভিভূত। আজকের অনুষ্ঠানেসাথে ছিলেন বন সংরক্ষণ কমিটির সদস্য অমূল্য রতন পন্ডা। প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দুটি বিভাগে কুইজ কনটেস্টে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয় কলেজের ফরেস্ট্রি ডিপার্টমেন্টের পক্ষ থেকে