বিশ্ব মানবাধিকার দিবস পালন এপিডিআর এর উদ্যোগে,শান্তিনিকেতনে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- ১০ ডিসেম্বর সমগ্র বিশ্বের পাশাপাশি দেশ রাজ্য থেকে শুরু জেলা সহ বিভিন্ন স্থানে দিনটি বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে নানান সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করে থাকে।অনুরূপ গনতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির ( এপিডিআর) বীরভূমের বোলপুর-শান্তিনিকেতন শাখার উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে শান্তিনিকেতন স্টেট ব্যাংক তথা বিশ্বভারতী ফার্স্ট গেটের সামনে একটি পথ সভা অনুষ্ঠিত হয়। ভারতের সংবিধান দেশের মানুষের যে সব অধিকার দিয়েছে সেসবের উপর কেন্দ্র বা রাজ্য উভয় সরকার আক্রমণ আনছে। সভা সমিতি, আন্দোলন সহ বাক স্বাধীনতা এমনকি সংবাদ মাধ্যমের উপর ও আক্রমণ নামিয়ে আনছে। সোমা সেন যিনি বোম্বে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা তাকে ভরা হয়েছে জেলে। টাইমস অফ ইন্ডিয়া র সম্পাদক গৌতম নাহালকা, ভারভারা রাও প্রমুখ ব্যাক্তিদের জেলে পুরে দেওয়া হচ্ছে। বুদ্ধদেব মাহাতাকে গুরতর অসুস্থ অবস্থায় জেল থেকে ছাড়া হয়েছে। স্ট্যান স্বামীকে জেলে পুরে মৃত্যুর পথে ঠেলে দিল, যাহা রাষ্ট্রীয় খুন বলে মনে করা হয়। সর্বদা ইউ এ পি এ আইনের বলে যাকে তাকে বছরের পর বছর জেলে ভরে রেখে দেওয়া হচ্ছে। উপরিউক্ত সকলেই দলিত, পিছিয়ে পড়া, আদিবাসীদের অধিকার নিয়ে কথা বলে। জল জমি জঙ্গলের অধিকারের কথা বলে তার পরিপ্রেক্ষিতে তাদের জেলে পাঠানো হয়।পথ সভায় দাবি তোলা হয় কালা কানুন ইউএপিএ বাতিল করা, রাজনৈতিক বন্দিদের মুক্তি চায়। বক্তব্যের মাধ্যমে কথাগুলো বলেন গনতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির বীরভূম জেলা কমিটির সভাপতি শৈলেন মিশ্র।