বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পথনাটক, খয়রাসোলে

Spread the love

বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পথনাটক, খয়রাসোলে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
৫ই ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস।সেই উপলক্ষে বীরভূম জেলার খয়রাশোল ব্লক কৃষি দফতরের উদ্যোগে সহ কৃষি অধিকর্তার সভাকক্ষে এলাকার চাষীদের নিয়ে একটি সচেতনতামূলক আলোচনা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে মাটির বিভিন্ন দিক সম্পর্কে আলোকপাত করা হয়। রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে আস্তে আস্তে জৈব সারের দিকে ফিরে আসার আহ্বান জানানো হয়। কারণ রাসায়নিক সারের ব্যবহার করতে গিয়ে দিন দিন ব্যবহারের মাত্রা বাড়ছে ফলে খরচের অঙ্কও বাড়ছে। আশানুরূপ ফলন হচ্ছে না, সেই সাথে জমির উর্বরতাও কমছে। মাটির স্বাস্থ্য ভালো রাখতে জৈব সারের প্রয়োগ বৃদ্ধি করতে হবে। সাথে সাথেই মাটি পরীক্ষা করা দরকার এবং প্রয়োজন অনুসারে ডলোমাইট ব্যবহার করা যেতে পারে। এছাড়া ধনচে চাষ করে মাটিতে মিশিয়ে দিলে জৈব সারের কাজ করে। এই মুহূর্তে মাঠে ধান কাটার পরে যে ন্যাড়া পোড়ানোর ব্যাপার থাকে সেই ন্যাড়া পোড়ানোর ক্ষেত্রে মাঠের তথা মাটির কি অসুবিধা হতে পারে বা কি কি ক্ষতির সম্মুখীন হয় চাষিরাদের সবিস্তারে তাহা ব্যাখ্যা করে বোঝানো হয়।আলোচনার সভার আগে অপরাজিতা নাট্যগোষ্ঠীর পরিচালনায় নাটকের মাধ্যমেও উক্ত বার্তা গুলো তুলে ধরা হয় চাষীদের সম্মুখে । এদিন আলোচনা সভায় উপস্থিত ছিলেন খয়রাশোল ব্লক সহ কৃষি অধিকর্তা সুরজিৎ গড়াই, এসিস্ট্যান্ট ফার্ম ম্যানেজার সব্যসাচী সরকার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *