শ্যামল রায়,
রবিবার আন্তর্জাতিক বিশ্ব যোগ দিবস পালিত হয় কালনা কাটোয়া মহকুমার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায়। কাটোয়া শহরে বিজেপির তরফ থেকে যোগ দিবসে উপস্থিত ছিলেন জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ। এছাড়াও পূর্বস্থলী এক নম্বর ব্লকের জাহান্নগর গ্রাম পঞ্চায়েতের সুলনটু গ্রামে বিশ্ব যোগ দিবস পালিত হয় এখানে উপস্থিত ছিলেন ভারতীয় যুব মোর্চার সদস্যরা এবং ভারতীয় জ্ঞান যোগ পীঠ ট্রাস্ট। এছাড়াও পূর্বস্থলী ২ নম্বর ব্লকের মাজিদা গ্রাম পঞ্চায়েতের পূর্ব আটপাড়া গ্রামে ভারতীয় যুব মোর্চার তরফ থেকে বিশ্ব যোগ দিবস পালন করেন কর্মকর্তারা। এই যোগ দিবসে উপস্থিত ছিলেন যুব মোর্চার সম্পাদক রঞ্জিত কুন্ডু এবং মন্ডল সভাপতি বিজয় ঘোষ সহ অনেকে। এছাড়াও পূর্বস্থলী এক নম্বর ব্লকের দোগাছিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বিশ্ব যোগ দিবস পালিত হয় উপস্থিত ছিলেন জেলা সম্পাদক বিধান ঘোষ এবং বটকৃষ্ণ ঘোষ সহ একাধিক কর্মকর্তারা। এছাড়াও কালনা শহরে বিশ্ব যোগ দিবস পালনে অনেকেই উপস্থিত ছিলেন। বিশিষ্ট সমাজসেবী সুব্রত পালের নেতৃত্বে যোগ দিবস পালিত হয় ।সবকটি অনুষ্ঠানে বক্তারা জানিয়েছেন যে যোগ দিবসে আমাদের স্মরণ করা উচিত এর ফলে শরীর সুস্থ থাকে এবং ভালো থাকা যায়। তাই প্রতিনিয়ত শারীরিক যোগব্যায়াম আবশ্যক।