বিষ্ণুপুর মন্দিরের প্রতিফলন লোকপুর উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজার থিমের মধ্যে

Spread the love

বিষ্ণুপুর মন্দিরের প্রতিফলন লোকপুর উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজার থিমের মধ্যে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- একটা দেশ বা একটি জাতিকে ডিফাইন করে তার সংস্কৃতি আর সংস্কৃতির অন্যতম উপাদান হলো স্থাপত্য শিল্প।ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের নিজস্ব স্থাপত্যশৈলীর মতো বাংলার নিজস্ব শৈলী হলো চালা শৈলী যাহা সাধারণত বিষ্ণুপুরের মন্দির গুলিতে দেখতে পাওয়া যায়। সেরূপ প্রতিফলন ফুটিয়ে তোলা হয়েছে এবার লোকপুর উচ্চ বিদ্যালয়ের সরস্বতী আরাধনার মন্ডপ সজ্জায়।জানা যায় যে, লোকপুর উচ্চ বিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক অতনু পালের ভাবনায় সজ্জিত করা হয় মণ্ডপ সজ্জা।সেখানে সম্পূর্ণ প্রাকৃতিক জিনিসের উপর ভিত্তি করে তৈরি হয়েছে মন্ডপসজ্জ্বা। যেমন বাঁশ ,শরকাঠি, বাঁশপাতার তালাই ইত্যাদির ব্যবহার। মণ্ডপসজ্জায় সজ্জিত বিভিন্ন উপজাতিদের চিত্রকলার প্রদর্শন।যা মানুষ এবং শিক্ষার্থীদের সাথে পরিচয় করায় তার দেশের সংস্কৃতির বিভিন্নতার সাথে।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোমনাথ ধীবরের কথায় শিক্ষক অতনু পাল এবং বর্তমানে পাঠরত ছাত্র ছাত্রীদের অক্লান্ত পরিশ্রমের ফসল এই অপূর্ব মণ্ডপ। ছাত্রী তিতলি,তৃষ্ণা,শ্রেয়সী মনীষাদের কথায় এটা ওদের কাছে প্রথম এক অনন্য অভিজ্ঞতা।
ছাত্র শুভমের কথায় সারারাত ধরে তারা বিদ্যালয়ে কাজ করত অতনু স্যারের তত্ত্বাবধানে যা এক দারুন অনুভূতি। প্রতিকূলতা জয় করার মানসিকতা তাদের মধ্যে এসে গিয়েছে বলে তাদের বক্তব্য।সবমিলিয়ে নতুনত্ব ভাবনার এক প্রতিফলন দেখে পড়ুয়াদের মধ্যে এমনকি এলাকাবাসীরাও এক নতুনত্বের স্বাদ পেয়ে যথেষ্ট আপ্লুত।মন্ডপ পরিদর্শন করেন স্থানীয় লোকপুর থানার ওসি পার্থ ঘোষ সহ বহু বিশিষ্ট লোকজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *