বি আর আম্বেদকরের প্রয়াণ দিবসে আসানসোলের পিঙ্কি ও রাহুলের উদ্যোগ
নিজস্ব প্রতিবেদন, আসানসোল: সংবিধান প্রণেতা ভীমরাও রামজি আম্বেদকরের ৬৮তম মৃত্যবার্ষিকী পালিত হল আসানসোলের বরাকর বাস স্ট্যান্ড মোড়ে। উদ্যোক্তা অখণ্ড ভারত এসসি, এসটি, ওবিসি মাইনোরিটি জয়েন্ট ফোরাম। সংগঠনের তরফে বাবাসাহেবের মৃত্যুদিবসে দুঃস্থ গরিব মানুষদের মধ্যে কম্বল বিতরণ ও বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।
সুশৃঙ্খল ভারত গড়ার লক্ষ্যই ছিল বাবাসাহেব আম্বেদকরের স্বপ্ন। ভারতের সংহতি, দেশপ্রেম ও সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করায় ছিল তাঁর মৃল লক্ষ্য। যা সংবিধান রচনার মাধ্যমে বাস্তবায়িত করেছেন। তাঁর এই স্বপ্নকে সাধারণ মানুষের মধ্যেই ছড়িয়ে দিতে নীরবে কাজ করে চলেছে অখণ্ড ভারত এসসি, এসটি, ওবিসি মাইনোরিটি জয়েন্ট ফোরাম। তাঁদের এই কাজের স্বীকৃতির মান্যতা পেল সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠান মঞ্চ চাঁদের হাট হয়ে উঠেছিল।
বাবাসাহেবের ৬৮ তম মৃত্যবার্ষিকী আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় এসসি-এসটি-র চেয়ারম্যান অরুণ হালদার, জাতীয় সভাপতি দারা বাউরি, রাজ্য মাইনরিটির সভাপতি সৈয়দ ইকবাল খান, বিধায়ক অজয় পোদ্দার, আসানসোল পুরসভার উপপুরপ্রধান অভিজিত ঘটক, সংস্থার দুই কর্ণধার পিঙ্কি পাল মণ্ডল,
রাহুল বাউরি-সহ সুশান্ত মণ্ডল, মালা মাঝি ও জাতীয় সহ সভাপতি ডাবলু বাউরি প্রমুখ।
জাতীয় এসসি-এসটি-র প্রাক্তন চেয়ারম্যান অরুণ হালদার বলেন, এসসি-এসটি-মাইনোরিটি সমাজের মানুষের অধিকার সম্পর্কে সচেতনতার বিষয়ে বক্তব্য রাখেন। সংস্থার কর্মকাণ্ডের প্রশংসা করে পাশে থাকার আশ্বাস দেন। এসসি-এসটি-ওবিসি-মাইনোরিটি জয়েন্ট ফোরামের কর্ণধার পিঙ্কি পাল মণ্ডল এই সমাজে স্বাস্থ্য-শিক্ষা ও দুঃস্থ মানুষদের পাশে নিরন্তর কাজ করে জনপ্রিয়তা লাভ করেছেন। যে কোনও সমস্যায় সমাধানে তাঁর দরজা চব্বিশ ঘণ্টাই খোলা বলে আশ্বাস দেন।
অনুষ্ঠানে প্রায় এক হাজার মানুষদের কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে এসসি-এসটি-ওবিসি-মাইনোরিটি সমাজের মানুষদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।