বীরভূমে তৃণমূল প্রার্থী পদে পুনরায় শতাব্দী

Spread the love

খায়রুল আনাম,

কলকাতার ব্রিগেডের জনগর্জন সমাবেশ থেকে ১০ মার্চ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কিছুটা পিছিয়ে থেকে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এগিয়ে দিয়ে তার মুখ দিয়েই ঘোষণা করিয়ে নিলেন লোকসভায় রাজ্যের ৪২ টি আসনের সবকটিরই প্রার্থীর নাম। মঞ্চের অভিনবত্বের সাথে সাজুয্য রেখেই যে তিনি প্রার্থী তালিকা তৈরী করেছেন, তারও সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া গিয়েছে। দলবদলু যে কয়েকজনকে তিনি হাতে সময় নিয়ে নিঃশেষ করেছেন, তাদের মধ্যে অন্যতম অর্জুন সিং। আবার সুজাতা খাঁকে সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে তিনি লড়িয়েও দিতে চেয়েছেন। এদিকে বীরভূমে যে ২ টি আসন রয়েছে সেই বোলপুর ও বীরভূম ২ টি আসনই তৃণমূল কংগ্রেসের হাতে রয়েছে। কংগ্রেসের প্রাক্তন বিধায়ক বোলপুরের অসিত কুমার মাল দ্বিতীয় বার লোকসভায় লড়বেন। আর বীরভূম লোকসভা কেন্দ্রের ৩ বারের সাংসদ শতাব্দী রায় চতুর্থবার লড়বেন। বিগত বিধানসভা ও পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেস বেশকিছু এলাকায় পিছিয়েও থেকেছে। সেই জায়গা থেকেই এবার উত্তোরনের লড়াই লড়তে হবে শতাব্দী রায়কে। বোলপুর লোকসভা কেন্দ্রের জন্য বিজেপি তাদের প্রার্থী হিসেবে পিয়া সাহার নাম ঘোষণা করেছে। বীরভূম কেন্দ্রের জন্য বিজেপি এখনও পর্যন্ত তাদের প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি দলের অভ্যন্তরীণ কলহের কারণে। তাই সেখানে তৃণমূল কংগ্রেস শতাব্দী রায়ের নাম ঘোষণা করে দেওয়ায়, অনিবার্যভাবেই তিনি প্রচারে এগিয়ে থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *