বীরভূমে ফের প্লাস্টিক ভর্তি বোমা উদ্ধার
বীরভূম:- বীরভূম জেলা জুড়ে প্রায় প্রতিদিন কোথাও না কোথাও উদ্ধার উদ্ধার হচ্ছে বোমা।অনুরূপ শনিবার ফের একটি প্লাস্টিকের বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার করল বীরভূম জেলার মারগ্রাম থানার পুলিশ।এদিন বিকেলে মারগ্রাম থানার কালিদহ গ্রামের একটি পুকুর পাড় থেকে প্লাস্টিকের বালতি ভর্তি বোমা উদ্ধার করা হয়।বালতির ভেতরে আনুমানিক ৫ টি তাজা বোমা রয়েছে বলে জানা যায় । বোমা উদ্ধারকৃত জায়গাটি মারগ্রাম থানার পুলিশ ঘিরে রেখেছে।এখানে এতগুলো বোমা কে বা কারা কি উদ্দেশ্য রেখেছে তদন্তে নেমেছে পুলিশ।উদ্ধারকৃত বোমা গুলি নিষ্ক্রিয় করণের জন্য বোম স্কোয়াড কে খবর দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।