খায়রুল আনাম,
 
জামিনে  বাড়ি ফিরতেই পিটিয়ে মারা হলো বিজেপি নেতাকে
       
আবারও উত্তপ্ত বীরভূম। এবার খুনের দায়ে অভিযুক্ত এক বিজেপি নেতা জামিনে ছাড়া পেয়ে গ্রামের বাড়িতে আসার পরেই, তাঁকেও পিটিয়ে মারার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে খয়রাশোল ব্লকের কাঁকড়তলা থানার  নবসন গ্রাম।     মাস তিনেক আগে নবসন গ্রামে খুন হন রাজু বাগ্দী নামে এক যুবক। রাজু বাগ্দী তাঁদের দলের কর্মী ছিলো বলে দাবি করে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছিলো যে,  এই খুনের জন্য বিজেপি দায়ী। সেই খুনের ঘটনায় পুলিশ গ্রেফতার করে বিজেপির  খয়রাশোল ব্লক মণ্ডলির  বুথ সহ-সভাপতি   মিঠুন  বাগ্দীকে।  আদালত মিঠুন  বাগ্দীকে জামিন না দেওয়ায় তিনি জেল হাজতে ছিলেন। মাস তিনেক জেল হাজতে থাকার পরে  শনিবার ১২ জুন মিঠুন বাগ্দী জামিন পেয়ে তাঁর নবসন গ্রামের বাড়ীতে ফিরে আসেন  আর ওইদিন সন্ধ্যাতেই মিঠুন বাগ্দীকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়।  খবর পেয়েই রাত্রে কাঁকড়তলা থানার পুলিশ  নবসন গ্রামে পৌঁছে মিঠুন বাগ্দীকে উদ্ধার করে  নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা এই খুনের ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এই অভিযোগকে অস্বীকার করে বলেছেন, পারিবারিক অশান্তির জেরেই এমন ঘটনা ঘটেছে। এরসাথে তাঁদের কোনও যোগ নেই। এখন কুকুর, বিড়াল মরলেও    তারজন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করা হচ্ছে।।
 ছবি : মিঠুন বাগ্দীর মৃতদেহ। 

 
			 
			 
			