বীরভূম জেলা বইমেলায় উপভোক্তা বিষয়ক বিভাগের স্টলে সচেতনতার বার্তা
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- গত ৎ২১ শে ডিসেম্বর বুধবার থেকে শুরু হয়েছে ৪১ তম বীরভূম জেলা বইমেলা।বীরভূমের জেলা সদর সিউড়ির ইরিগেশন কলোনির মাঠে ৯৪ টি স্টল নিয়ে বসেছিল বইমেলা।মঙ্গলবার ছিল বইমেলার শেষ দিন। অন্যান্য স্টলের পাশাপাশি উপভোক্তা বিষয়ক দপ্তরের পক্ষ থেকে ও দেওয়া হয় স্টল। এখানে কোনো বিকিরণ নয়, ছিল সচেতনতার বার্তা। স্টলের মধ্যে লাগানো ছিল বিভিন্ন ধরনের সচেতনতা মূলক পোষ্টার। সেই সাথে প্রচারপত্র তথা লিফলেট বিতরণ করেন। কেনাকাটার সময় কী কী সতর্কতা অবলম্বন করলে আপনার ঠকার আশঙ্কা কম থাকবে? আর যদি ঠকে যান, কোথায়, কীভাবে, কী কী প্রতি বিধান দাবি করা যাবে, সেসব তথ্য জানতে চান? এসমস্ত সমস্যা সমাধানের কথা মেলায় আগতদের স্টলের মধ্যে বসিয়ে দেওয়া হয় সচেতনতার বার্তা। একান্ত সাক্ষাৎকারে সেই সমস্ত কথা জানান স্টল পরিচালনার দায়িত্বে থাকা সিউড়ি প্রগ্রেসিভ এন্ড মাইনরিটি ওয়েলফেয়ার সংস্থার পক্ষে মহম্মদ রফিক।