বীরভূম জেলা বিড়ি শ্রমিক ইউনিয়ন ও লৌহ কারিগর সমিতির পক্ষ থেকে জেলাশাসকের নিকট ডেপুটেশন
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
সিপিআইএম এর শ্রমিক সংগঠন সিআইটিইউ এর ব্যানারে বুধবার বীরভূম জেলা বিড়ি শ্রমিক ইউনিয়ন ও লৌহ কারিগর সমিতির পক্ষ থেকে কয়েকদফা দাবির প্রেক্ষিতে বীরভূম জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেন। এদিন সিউড়ি পুলিশ লাইন সংলগ্ন রেডক্রস সোসাইটির সামনে থেকে দাবি সম্বলিত প্লেকার্ড ব্যানার সহযোগে দুই ইউনিয়নের যৌথ মিছিল বের হয় এবং সিউড়ি বাসষ্ট্যান্ড সহ বিভিন্ন এলাকা পরিক্রমা শেষে জেলাশাসকের দপ্তরের সামনে এসে জমায়েত হয়ে বিক্ষোভ সমাবেশ করেন । পরবর্তীতে সংগঠনের প্রতিনিধিরা জেলাশাসক দপ্তরে গিয়ে তাদের সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। দাবি সমূহের মধ্যে ছিল সরকার ঘোষিত নুন্যতম মজুরি অবিলম্বে চালু করতে হবে। চুক্তি অনুযায়ী সর্বচ্চ মজুরি দিতে হবে। সকল বিড়ি শ্রমিকদের পি এফ এর অন্তর্ভুক্ত করার ব্যবস্থা।। সকল বিড়ি শ্রমিকের পরিচয় পত্র প্রদান। সকল বিড়ি শ্রমিকদের বর্ধিত হারে বোনাস দেওয়ার ব্যবস্থা করা। অন্যদিকে লৌহ কারিগর সমিতির দাবি সমূহের মধ্যে ছিল জাতিগত শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে টালবাহানা বন্ধ করা। ব্লকের ওয়েস্টেজ লৌহা ও কয়লা কম দামে কারিগরদের সরবরাহ করা। সমস্ত লৌহ কারিগরদের যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে অনুদানের ব্যবস্থা করা। উক্ত দাবিতে মূলতঃ এদিন জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিন বিক্ষোভ সমাবেশ ও ডেপুটেশন প্রদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন রাম সুরথ মারিয়া, বলরাম চট্টোপাধ্যায়, বিশ্বনাথ মারিয়া, পঞ্চানন লোহার প্রমুখ নেতৃবৃন্দ।