সম্প্রতি দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর কোর্ট চত্তরে হয়ে গেলো একটি সম্মেলন। আইন পেশায় আইনজীবীদের অনেক ক্ষেত্রেই আক্রমনের সম্মুখীন হতে হচ্ছে। এর প্রতিকার নিয়ে আলোচনা হয়।উত্তর বঙ্গের ‘সারা বাংলা আইনজীবী ঐক্য মঞ্চের ‘ প্রতিনিধি বিকাশ কুমার মোদকের* ব্যবস্থাপনায় স্থানীয় চিন্ময় মন্ডল, সোহেল রানা, শ্যামল পাল, অমিত সরকার, রজত নারায়ণ কুন্ডু সহ অন্যান্যদের সহযোগিতায় মাননীয় এডিশনাল ডিস্ট্রিক্ট জজ, এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, জুনিয়র ডিভিশন সিভিল জজ সহ অন্যান্য বিশিষ্ট আইনজীবীদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হলো। আলোচনা শেষে ৩০ জন বরিষ্ঠ ও বিশিষ্ট আইনজীবীদের সম্বর্থনা দেওয়া হয়। এছাড়াও ৪২ জন জুনিয়র আইনজীবীদের হাতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বইটি তুলে দেওয়া হয়।
সর্বপরি সেখানে সারা বাংলা আইনজীবী ঐক্য মঞ্চ নিয়ে আইনজীবীদের মধ্যে উন্মাদনা ছিল দেখার মতো। অনুষ্ঠানে বাংলাদেশের চট্টগ্রামে আইনজীবীগন নিগ্রহের ঘটনায় প্রতিবাদ জানানো হয়।
সংগঠনের সভাপতি সঞ্জয় কুমার দাস বলেন, বুনিয়াদপুর সহ সমগ্র বাংলায় যেভাবে সংগঠনের জনপ্রিয়তা বাড়ছে। আমরা অভিভূত। আমরা সারা বাংলা জুড়ে আইনজীবীদের পাশে থেকে কাজ করছি।
আর এটাই হলো সংগঠনের প্রতি দৈনন্দিন আইনজীবীদের ভালোবাসা বৃদ্ধির কারণ।