বৃক্ষ রোপন কর্মসূচি লোকপুর থানার ভাদুলিয়া আশ্রমে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
বিচার ধারা পরিবারের শতবর্ষ উপলক্ষে পরিবেশ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের কর্মসূচি চলছে। তারই অঙ্গ হিসাবে খয়রাশোল রাধা গোবিন্দ শিল্পী সমাজ সমিতি পরিচালিত লোকপুর থানার ভাদুলিয়া গ্রামে অবস্থিত রাধাগোবিন্দ সেবা আশ্রমে একশত বৃক্ষরোপণ করা হয় এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে। একটি গাছ বহু প্রান। যত্রতত্র কাটা গাছ, নরহত্যার সমান কাজ।গাছ ধ্বংস করার ফলে প্রকৃতির রূপ ও পরিবর্তন হয়ে উঠেছে। এরূপ বিভিন্ন প্রসঙ্গ উঠে আসে গাছকে ঘিরে। গাছ থাকার সুফল এবং না থাকায় যে কূফল সেসমস্ত দিক তুলে ধরে সচেতনতার বার্তা ছড়ানো হয় এদিন কর্মসূচির মাধ্যমে।এই কার্যক্রমে উপস্থিত ছিলেন খয়রাশোল খন্ডের খন্ড কার্যবাহ বাপি গড়াই,বিশিষ্ট সমাজসেবী প্রদীপ রুইদাস সহ বিভিন্ন সমাজসেবীগন।