সুকান্ত ঘোষ,
এখনও বর্ষা সেভাবে বাংলায় না এলেও চলতি সপ্তাহে বজ্রাঘাতে মারা গেছে ত্রিশের কাছাকাছি ব্যক্তি। বুধবারও বাঁকুড়ায় মারা গেছেন তিন জন।বৃহস্পতিবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা প্রবল রয়েছে। তবে শুক্রবার এবং শনিবার কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে আবহাওয়া দপ্তর সুত্রে প্রকাশ। আমাবস্যার ভরা কোটাল এবং বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এই প্রাকৃতিক দুর্যোগ আনছে বলে জানা গেছে। ইতিমধ্যেই সমুদ্রে নৌকা করে মাছ ধরতে বারণ করা হয়েছে রাজ্য প্রশাসনের তরফে। বিদুৎ সহ বিভিন্ন দূর্যোগ মোকাবিলার দল সদা তৎপর বলে জানানো হয়েছে প্রশাসন থেকে।