বেঁচে থাকার রসদ
দীপঙ্কর চক্রবর্ত্তী
পরিবেশ বাঁচাতে মনের মাধুরী মিশিয়ে
হঠাৎ একদিন একটি গাছ লাগালাম,
চারদিকে কত আবর্জনা,দূষিত বাতাস
এসব আমাকে একসময় হিংস্র করে তুলেছিল।
এখন সেই গাছ আমাকে শীতল ছায়া দেয়, শ্বাস নিতে সাহায্য করে
সুগন্ধ ফুল দেয়,মিষ্টি ফল দেয়।
মাটির গভীরে তার শিকড় খুঁজে আনে
আমার অস্তিত্ব,বংস আখ্যান।
আমি এই গাছকে ছুঁয়ে দেখি,তার শরীরের সব সত্বা অনুভব করি
পরিপূর্ণভাবে।আবার কেউ কেউ তাকে ছুঁয়েও দেখে না,
সারাদিন রাত নির্জন দ্বীপে একা একা দাঁড়িয়ে হাঁপিয়ে ওঠে।
কোজাগরি পূর্নিমায় সে রাতে আকাশের দিকে
সব ডালপালা তুলে ধরে বলে হে আকাশ আমাকে
তুমি একটু ভালোবাসো,আমাকে গ্রহন করো,
আমাকে পূর্ণতা দাও,
নয়ত এভাবে থাকতে থাকতে আমার চামড়া
খসে পরবে,আর মুকুল আসবে না,ফুল ফুটবে না
ফল ফলবে না,মৌমাছি আসবে না
আমি চিতাকাঠে পরিনত হব একদিন
সেদিন জল দিয়েও আমাকে নেভানো যাবে না।।