মোল্লা জসিমউদ্দিন,
; বিধাননগরের ৩৫ এবং ৩৬ নং ওয়ার্ডে সরকারি জায়গায় বেআইনী নির্মাণ ক্রমশ বাড়ছে, তাও রাজ্য সরকারের সহযোগিতায়।ঠিক এইরকম অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দাখিল করেছিলেন সুমন দাস নামে বিধাননগর এলাকার এক বাসিন্দা। গত বছর এই মামলাটি দাখিল হয়েছিল কলকাতা হাইকোর্টে।চলতি সপ্তাহে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলাটির শুনানি চলে। সেখানে সরকারি জায়গায় বে আইনী নির্মাণ কিভাবে হয়? তা নিয়ে চলে দুপক্ষের সওয়াল-জবাব।মূলত বিধাননগর পুর এলাকার ৩৫ এবং ৩৬ নং ওয়ার্ডে দুটি বড় ভবন ঘিরে এই অভিযোগ। জমি মাফিয়াদের পাশাপাশি বিল্ডিং করার প্রমোটারদের দৌরাত্ম ক্রমশ বাড়ছে পুলিশ ও প্রশাসনের একাংশের নিস্ক্রিয়তায়।এইরুপ দাবি মামলাকারীর।চলতি সপ্তাহে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলায় রাজ্য কে টাস্কফোর্স গড়ার নির্দেশ দেয়।তারা সরকারি জায়গায় বে আইনী নির্মাণ চিহ্নিত করে তা ভাঙবে বলে আদেশনামায় উল্লেখ রয়েছে।