বেঙ্গল প্রেস ক্লাবের উদ্যোগে রাখী বন্ধন উৎসব পালিত হলো বর্ধমানের কার্জন গেট চত্ত্বরে। যে লর্ড কার্জনের বঙ্গভঙ্গের প্রতিবাদে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৯০৫ সালে সৌভ্রাতৃত্বের বন্ধনে বাঁধতে রাখী বন্ধন উৎসব পালন করেছিলেন , সেই কার্জনের নামে পরিচিত কার্জন গেটের সামনে এই অনুষ্ঠান এদিন অন্য মাত্রা পায়।
বেঙ্গল প্রেস ক্লাবের সভাপতি বিজয়প্রকাশ দাস এবং সম্পাদক সৌগত সাঁই ছাড়াও এদিনের অনুষ্ঠানে ক্লাবের সদস্যরা বি সি রোড পথচারীদের হাতে রাখী পরিয়ে মিষ্টিমুখ করান। উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ বিশিষ্ট জনেরা। এদিনের অনুষ্ঠানে স্বতস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন বেঙ্গল প্রেস ক্লাবের সদস্যদের পরিবার ও কলেজ ছাত্রীর। বেঙ্গল প্রেস ক্লাবের সভাপতি বিজয়প্রকাশ দাস এবং সম্পাদক সৌগত সাঁই জানান , সারা বছর নানা কর্মসূচি নিয়ে থাকে রাজ্যের অন্যতম এই সাংবাদিক সংগঠন। মানুষে মানুষে আরো বেঁধে বেঁধে থাকার লক্ষ্য নিয়েই এদিন প্রায় ৫৫০ জনকে রাখী পরিয়ে মিষ্টিমুখ করানো হয়। আগামীতে আরো নানা সামাজিক কর্মসূচির পরিকল্পনা রয়েছে বলে জানান উদ্যোক্তারা।