বেঙ্গল মাইনরিটি ফরমের ইমাম সংবর্ধনা ও ওয়াকফ সভা হাওড়ার বড়গাছিয়াতে

Spread the love

বেঙ্গল মাইনরিটি ফরমের ইমাম সংবর্ধনা ও ওয়াকফ সভা হাওড়ার বড়গাছিয়াতে

সম্প্রীতি মোল্লা,

বেঙ্গল মাইনরিটি ফরমের হাওড়া জেলা শাখার জগদবল্লাভপুরে ইমাম সংবর্ধনা ও ওয়াকফ সচেতনতা সম্মেলন অনুষ্ঠিত হয় জগৎবল্লভপুর আজকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সিয়ামত আলি, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের উপসচিব ড. আজিজার রহমান, বিশিষ্ট মোটিভেটর ও শিক্ষক আবেদীন হক আদি, সংগঠনের সহ সম্পাদক ও সিরাতের রাজ্য সম্পাদক আবু সিদ্দিক খান, মাওলানা এস.কে নূর আলি, হাফেজ আফতাবউদ্দিন নাইয়া, স্থানীয় থানার ওসি ওম প্রকাশ ।
সাধারণ সম্পাদক জনাব মাওলানা সিয়ামত আলি সাহেব বলেন, পিছিয়ে পড়া সংখালুঘু মুসলিম সপ্রদায়ের শিক্ষার্থীদের জন্য সচেতনতা করে স্কলারশিপ প্রদান করা এবং মক ইন্টারভিউ নেওয়া হবে, ক্যারিয়ার কাউন্সিলিং এটাই আমাদের মুলত কাজ। পাশাপাশি মানব কল্যানে অধিকার রক্ষায় এগিয়ে যাবে এই সংগঠন।
ড.আজিজার রহমান সাহেব বলেন, ইমামরা সমাজ ও জাতি গঠনে মূখ্য ভূমিকা পালন করে। ইমাম সমাজের আইকন। অনেক দায়িত্ব ইমামদের। ইমামরা দারুণ কাজ করার জন্য ভূয়সী প্রশংসা করেন তিনি।
বিশিষ্ট মোটিভেটর আবেদিন হক আদি বলেন, তরুণ প্রজন্মের উজ্জ্বল নক্ষত্রদের সুশিক্ষার আঙিনায় আনতে হবে, শিক্ষার বিকল্প নেই। তাদেরকে স্বপ্ন দেখাতে হবে। সহ সম্পাদক
আবু সিদ্দিক খান বলেন, এস.কে নূর আলি সহ একঝাঁক ইমাম নেতার উদ্যোগে আজকের অনুষ্ঠান ও আলোচনা সভা যথেষ্ট প্রাসঙ্গিক ও প্রশংসার দাবী রাখে। আমাদের এই সংগঠন শিক্ষার্থী ও মানব কল্যাণে কাজ করার জন্য বদ্ধপরিকার।এসকে নূর আলি বলেন, আজকে ৪৫ জন ইমামকে সংবর্ধনা দেওয়া হয়। মুলত তাদের কাজের নিরিখে এই সংবর্ধনা। ইমামরাই যথেষ্ট খুশি। দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘটে। এছাড়া উপস্থিত ছিলেন ইমাম
শেখ হাসান আলী
বনি আমিন মিদ্দা,
হাফেজ মনির উদ্দিন খ,শেখ নুরুল হুদা
আসলাম আলি খাঁ, আশরাফ আলি, হাফেজ আব্দুর রফিক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *