বেঙ্গল মাইনোরিটি ফোরামের শিক্ষা সচেতনতা সভা গাইঘাটা ব্লকে।

Spread the love

বেঙ্গল মাইনোরিটি ফোরামের শিক্ষা সচেতনতা সভা গাইঘাটা ব্লকে।

উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা ব্লকের ধর্মপুর বাজারে বেঙ্গল মাইনোরিটি ফোরামের শিক্ষা সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক সিয়ামত আলী বলেন। শিক্ষায় মানুষকে জাগ্রত করে। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি সাধন করা সম্ভব নয়। এই কারণে এই সংগঠন কার সচেতনতা মূলক বিভিন্ন কর্মকান্ড করে চলেছে। সংগঠনের গাইঘাটা ব্লক কমিটি সভাপতি নির্বাচিত হলেন মাওলানা ফুরকান হামিদ, সম্পাদক শফিকুল মোল্লা, কোষাধক্ষ্য আব্দুর রহমান, সংগঠক আফতাবুর রহমান, মুখপাত্র মীর আজহার।এই সভার মূল আহ্বায় ক রেজিস্টার আফতাবুর রহমান বলেন ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে সমাজের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ উপস্থিত হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আইনজীবী শেখ মইনুল হক বলেন পিঠিয়ে পড়া মানুষের জন্য আমরা জনহিত কর বিভিন্ন কর্মকান্ড করবার উদ্যোগ নিয়েছি।, ডিসিপি ও হাবিবে আজম, জেলা সম্পাদক মাওলানা আকবর আলী, কারী বাহারুল ইসলাম, বদরুল আলম, শামীম আলতাব, নিজামুদ্দিন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *