বেঙ্গল মোটর স্পোর্টসের রজত জয়ন্তী বর্ষে বাঁকুড়াতে bike rally প্রতিযোগিতা
পুষ্পেন্দু মন্ডল
১৯৯৮ সালে বেঙ্গল মোটর স্পোর্টস ক্লাবের শুভ সূচনা হয়।এই বছর রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে এই প্রথম ফেডারেশন অব মোটর স্পোর্টস ক্লাব অব ইন্ডিয়া র অধীনে এক অভিনব একশো কিমি বাইক রালির আয়োজন করা হয়েছে।যা বাঁকুড়া বিষ্ণুপুর জয় পুর জঙ্গল থেকে আগামী ৬ই আগস্ট সূচনা করা হবে।মোটর স্পোর্টসকে আরো আগুয়ান ও জনসাধারণের কাছে জনপ্রিয় করে তুলতে এই আয়োজন বলে জানান ইভেন্টের সি ও সি অমিত পাল।শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করা হয়।যেখানে নতুনভাবে ভারতে প্রথম dirt crush2.০একক বাইক এই রালিতে একজন প্রতিযোগি একটি বাইকে প্রতিযোগিতা তে অংশগ্রহণ করতে পারেন।ইতিমধ্যে প্রায় ৬৪জন এতে নাম লিখিয়েছেন।জাতীয় স্তরে এতে যে কেউ অংশগ্রহণ করতে পারেন।নতুন অভিজ্ঞ ও নবীন দের নিয়ে তিনটে ভাগে এই প্রতিযোগিতা।ইতিমধ্যে এদের কবিগুরু, মনসুন রালী সহ ইন্দো ভুটান ফ্রেন্ডশিপ কার রালী বেশ জনপ্রিয়তা লাভ করেছে।এই বাইক রালী এক অন্য মাত্রা পাবে বলে জানান ভাইস প্রেসিডেন্ট অরুন ভাটিয়া।মানুষের কাছে সবুজ কে বাঁচানোর আহবান দিয়ে এই রালী উপস্থাপনা করা হবে ,যেন মানুষ সচেতন হয়।