বেঙ্গালুরুতে হৃদরোগে আক্রান্ত হয়ে পরিযায়ী শ্রমিকের মৃত্যু, শোকে স্তব্ধ তেঁতুলবেড়িয়া গ্রাম
নদিয়া জেলার নাকাশিপাড়া থানার তেঁতুলবেড়িয়া গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকা ওই গ্রামের পরিযায়ী শ্রমিক মতিউর রহমান (৩৮) মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ বিকেলে আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। পরিবারের দুঃখ দূর করতে ও সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করার স্বপ্ন নিয়ে তিনি বহুদিন ধরে বেঙ্গালুরুতে শ্রমজীবী কাজ করছিলেন। কিন্তু অকালমৃত্যুতে সমস্ত স্বপ্ন থেমে গেল এক নিমিষেই।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক নাবালিকা কন্যা ও এক নাবালক পুত্রকে রেখে গেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে তাঁদের ভবিষ্যৎ আজ গভীর সংকটে পড়েছে। এলাকাবাসী ও আত্মীয়স্বজনেরা জানিয়েছেন, মতিউর ছিলেন পরিশ্রমী, সৎ ও মিশুক স্বভাবের মানুষ। তাঁর অকালপ্রয়াণে গোটা তেঁতুলবেড়িয়া গ্রাম শোকে মুহ্যমান।
বৃহস্পতিবার বিকালে মৃতদেহ গ্রামে পৌঁছালে এলাকাজুড়ে শোকের আবহ আরও তীব্র হয়ে ওঠে। চোখের জলে ভেসে যায় পরিবারের সদস্য থেকে শুরু করে গ্রামবাসীরা। সেদিন বিকেল ৪ ঘটিকায় গ্রামের কবরস্থানে সম্পন্ন হয় তাঁর শেষকৃত্য।
এই করুণ ঘটনায় স্থানীয় মানুষজন সরকারের কাছে বিশেষ আবেদন জানিয়েছেন, মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ানো হোক। বিশেষ করে পরিযায়ী শ্রমিক কল্যাণ দপ্তরের চেয়ারম্যান ও সাংসদ সামিরুল ইসলাম যেন দ্রুত এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেন, সেই দাবি তুলেছেন গ্রামবাসীরা।