বেতন বৈষম্যের বিরুদ্ধে সিকিউরিটি গার্ডদের অবস্থান বিক্ষোভ খয়রাশোলে
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- বীরভূম জেলার খয়রাশোল ব্লকের আওতাধীন এলাকায় রয়েছে দুটি খোলা মুখ কয়লাখনি।যার মধ্যে একটির অবস্থান গঙ্গারামচক মৌজায় এবং অপরটি কৃষ্ণপুর- বড়জোড় মৌজায়।দুটি ক্ষেত্রেই কয়লা উত্তোলনের বরাত পায় ডাব্লিউ বি পি ডি সি এল কতৃপক্ষ।খোলা মুখ কয়লাখনি থেকে কয়লা উত্তোলন হয়ে ডাম্পার পরিবহনের মাধ্যমে হজরতপুর রেলওয়ে সাইডিং এ মজুদ করা হয়।সেখান থেকে মালগাড়িতে কয়লা লোডিং করে বক্রেশ্বর তাপবিদ্যুৎ সহ অন্যত্র সরবরাহ করা হয়।হজরতপুর সাইডিং এলাকায় ২০২০ সাল থেকে ভজন টেকনোলজি প্রাইভেট কোম্পানি কর্তৃক নিয়োজিত নিরাপত্তা কর্মী হিসেবে দায়িত্বে থাকা ২৪৬ জন সিকিউরিটি কর্মী নিজেদের বেতন বৃদ্ধি,পে- স্লিপ,বাৎসরিক বোনাস ও স্থায়ী নিয়োগপত্রের দাবীতে বিক্ষোভ করে কাজ বন্ধ দেয় শুক্রবার সকাল থেকে।সাইডিং সিকিউরিটি কর্মী মনোজ চক্রবর্তী ও মুনোয়ার আহম্মদ জানান তারা গতকাল অর্থাৎ শুক্রবার থেকেই একগুচ্ছ দাবিতে কাজ বন্ধ করে আন্দোলন শুরু করেছেন।বিষয় টি তারা লিখিতভাবে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষকেও জানিয়েছেন।তারা আরো জানান যে,এই খয়রাশোল ব্লকের অন্য সাইডিং এ সিকিউরিটি কর্মীদের বেতন আমাদের থেকে অনেক বেশি, যা প্রায় দ্বিগুণ।এই বেতন বৈষম্যের শিকার তারা।তাদের দাবী না মানলে,আন্দোলন আরও জোরদার হবে।এই বিষয়ে কয়লা উত্তোলককারী সংস্থার পক্ষ থেকে কোন সাড়া এখনো পাওয়া যায়নি বলে সর্বশেষ খবর।যদিও তৃনমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি ব্লক নেতৃত্ব বিক্ষোভকারীদের সাথে আলোচনা করতে গেলে বিক্ষোভকারীরা কর্ণপাত করেননি। যারফলে এখানেও গোষ্ঠী দ্বন্দ্বের ছায়া দেখা যাচ্ছে বলে রাজনৈতিক মহলের ধারণা।