**বেসরকারি হাতে বিক্রি ঠেকাতে দেশব্যাপী আইডিবিআই ধর্মঘট
**
আইডিবিআই ব্যাংকের বেসরকারিকরণ তথা বিদেশি সংস্থা হাতে বিক্রি রুখতে সারাদেশে একদিনের ধর্মঘটে সামিল হয়েছেন ব্যাংকের অফিসার ও কর্মচারীরা। ইউনাইটেড ফোরাম অফ আইডিবিআই অফিসার্স অ্যান্ড এমপ্লয়িজ (UFIOE)-এর আহ্বানে সোমবার, ১১ ই আগস্ট ২০২৫ এ এই কর্মসূচি পালিত হয়।
সংগঠনের দাবি, সরকারের ন্যূনতম ৫১ শতাংশ মালিকানা বজায় রাখা, নতুন কর্মী নিয়োগ এবং অফিসারদের বদলি নীতি চালু করা জরুরি। নেতারা সতর্ক করেছেন, বেসরকারিকরণের ফলে কৃষি ঋণ, মুদ্রা ঋণ, ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তা ও শিক্ষাঋণ পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে। সংগঠনের তরফে আরও দাবি করা হয়েছে যেমন সরকার ও এলআইসি মিলে ন্যূনতম ৫১% মালিকানা ধরে রাখা এবং ৫,০০০ কেরানি ও ২,০০০ নিম্নপদস্থ কর্মী নিয়োগ।
আইডিবিআই ব্যাংক গত পাঁচ বছরে ধারাবাহিকভাবে লাভ করছে এবং ২০২৪-২৫ অর্থবছরে নিট মুনাফা দাঁড়িয়েছে ৭,৫১৫ কোটি টাকা। আন্দোলনে ব্যাংকিং, বিমা ও রেল এর বিভিন্ন সংগঠন এই ধর্মঘটে সহমত প্রকাশ করেছে।