বোমা ও পিস্তল উদ্ধার মল্লারপুর থানা এলাকায়,গ্রেফতার ১
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম :- জেলা জুড়ে প্রায় প্রতিনিয়ত একের পর এক এবং যত্রতত্র এলাকা থেকে উদ্ধার হচ্ছে বোমা, আগ্নেয়াস্ত্র। মাঝে মধ্যে পুলিশি অভিযানে গ্রেফতার ও হচ্ছে দুস্কৃতিকারীরা। শাসক বিরোধী দলের বক্তব্য জেলা এখন বোমা বারুদের স্তূপে আবদ্ধ হয়ে উঠেছে।
সামনেই লোকসভা নির্বাচন, তার আগেই জেলা যেন অস্ত্রাগারে পরিনত হয়ে উঠেছে।জেলার বগটুই থেকে দখলবাটি ,মারগ্রাম থেকে নারায়নপুর, বাসাপাড়া থেকে বাঁশজোড় ,নানুর থেকে সিউড়ি এরূপ জেলার বিভিন্ন জায়গা থেকে একাধিক বোমা,পিস্তল উদ্ধারের নজির রয়েছে পুলিশের কাছে। এবার বীরভূমের মল্লারপুর থানার হাজিপুর গ্রামে একটি বাড়ি থেকে উদ্ধার হয় ৬ টি বোমা ও দুই রাউন্ড গুলি সহ একটি সেভেন এম এম পিস্তল।ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় থানার পুলিশ বদরুল মল্লিক নামে বাড়ির মালিককে আটক করে।বোমা মজুদকৃত জায়গাটি পুলিশ ঘিরে রাখে এবং পুলিশের পক্ষ থেকে বোম স্কোয়াড টিমকে খবর দেওয়া হয়।সোমবার স্থানীয় থানার হাজিপুর গ্রামের একটি ফাঁকা মাঠের মধ্যে বোমা গুলো নিষ্ক্রিয় করা হয়।বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকাজুড়ে। কারণ এই এলাকাটি একটি জনবহুল এলাকা ।উল্লেখ্য হাজিপুর গ্রামটি বীরভূম মুর্শিদাবাদ সীমান্ত এলাকা তথা দুই জেলার যোগাযোগের সংযোগস্থল।ইতিমধ্যেই উদ্ধারকৃত বোমা পিস্তলের ঘটনায় মল্লারপুর থানার পুলিশ তদন্তে নেমে পড়েন।পিস্তল ও বোম গুলি কি উদ্দেশ্যে মজুদকৃত করা হয়েছিল তা এখনো জানা যায়নি।ধৃতকে রামপুরহাট আদালতে তোলা হলে বিচারক তাকে চার দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বলে জানা গেছে।