সেখ সামসুদ্দিন,
বর্ধমান শহরের রসিকপুরে সোমবার বোমের আঘাতে মৃত্যু হয় এক শিশুর। আহত এক আর এক শিশু ।এই ঘটনায় শোক পালন করতে মৌন মিছিল বার করলো জেলা বিজেপি।শহরের রাজবাটী থেকে কার্জনগেট পর্যন্ত কালো কাপড় বেঁধে হয় মৌন মিছিল হয়। মিছিলে পা মেলান বর্ধমান-দক্ষিনের বিজেপি প্রার্থী সন্দীপ নন্দী সহ বিজেপির জেলা নেতৃত্ব। এদিন সন্দীপবাবু বলেন, বোম বিস্ফোরণে শিশু মৃত্যুর ঘটনাটি খুবই দুঃখজনক। তিনি অভিযোগ করেন ভোট যখন দৌড় গোড়ায়, তখন বর্ধমানের মতো শান্ত শহরকে অশান্ত করে তুলছে শাসক দল। তারই ফলে এই শিশু মৃত্যুর ঘটনা।