বোলপুরে শিশু আলোয় সূচনায় মৎসমন্ত্রী

Spread the love

শ্যামল রায়


রবিবার বোলপুর ৬ নম্বর ওয়ার্ডের জামবুনি তে নতুন শিশু আলোয়ের উদ্বোধন করলেন রাজ্যের মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। তিনি উদ্বোধনকালে বলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের দিকে দিকে চলছে অঙ্গনওয়াড়ি তৈরী ।পাশাপাশি আরও শিক্ষাব্যবস্থাকে উন্নতি করার জন্য শিশু আলয়। প্রতিদিন শিশু আলয় সংখ্যা ক্রমশ বাড়ছে এর ফলে আমরা চাই সমস্ত ঘরের কচিকাঁচারা শিক্ষার আলোয় আলোকিত হোক। রাজ্যের উন্নয়নে সাধারণ মানুষ ভীষণ ভীষণ খুশি একাধিক সরকারি প্রকল্পে সুযোগ-সুবিধা পাচ্ছেন সকলে। এদিন কার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তথা বোলপুর পৌরসভার উপ পৌরপতি নরেশ বাউরির এবং সুদিপ্ত ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন বোলপুর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের আধিকারিক মুক্তেশ্বর ঠাকুর এবং সুপারভাইজার তপতী মহন্ত মন্ডল।
এছাড়াও জানা গিয়েছে যে বোলপুর ব্লক জুড়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংখ্যা ৩৮৭ টি ইতিমধ্যে নিজস্ব বিল্ডিং তৈরি হয়েছে ৩০২ টি, এবং শিশু আলয় সংখ্যা দাঁড়াল ১৫১ টি। বাকি অঙ্গনারী কেন্দ্র গুলির নিজস্ব বিল্ডিং তৈরি হবে তাড়াতাড়ি তার প্রক্রিয়া চলছে। সুপারভাইজার তপতী মহন্ত মন্ডল উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আরো সরকারের উন্নয়নমুখী কাজকে এগিয়ে নেওয়ার জন্য তিনি সৈনিক হিসেবে কাজ করে যাবেন এবং যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *