খায়রুল আনাম,
বীরভূম : বোলপুর-নানুর সড়কের উপরেই রয়েছে বোলপুর মহকুমা হাসপাতাল। আর এই রুটে যে সব যাত্রীবাহী বাস চলাচল করে তাতে হামেশাই পকেটমারির ঘটনা ঘটে। এখানকার একটি ওষুধের দোকানের সামনে থেকে মোটরবাইক চুরি করতে গিয়ে ধরা পড়ে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট এলাকার এক মোটরবাইক চোর। এবার এই রুটে যাত্রীবাহী বাসে পকেটমারি করতে গিয়ে ধরা পরলো দুই মহিলা চোর। এরা বাসে উঠে পুরুষদের পাশে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে সুযোগ মতো অন্যের পকেট সাফ করতো। তাদের উত্তমমধ্যম দিয়ে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।