বোলপুর রজতপুর গিত গ্রামে শিশু সহ পরিবারের তিন জনকে ঘুমন্ত জীবন্ত আগুনে পুড়িয়ে মারার প্রতিবাদে ঘটনাস্থলে স্বপন দত্ত বাউল
।। নিজস্ব সংবাদদাতা, সভ্য যুগে মধ্যযুগের বর্বরতার ছবি দেখা গেলো বীরভূম জেলার বোলপুরে রজতপুর সংলগ্ন গ্রামে সম্প্রতি একই পরিবারে বাবা, মা ও তাদের পাঁচ বছরের শিশুকে ঘুমন্ত অবস্থায় জীবন্ত পুড়িয়ে মারা হার হিম করা ঘটনা ঘটে গেছে। এই খবর শোনার সঙ্গে সঙ্গেই বোলপুরে রজত পুর সংলগ্ন গ্রামে পূর্ব বর্ধমান থেকে সচেতন ও প্রতিবাদ করতে ছুটে যান রাষ্ট্রপতির প্রশংসিত শিল্পী স্বপন দত্ত বাউল ৮ জুলাই ২০২৪ সোমবার । স্বপন বাউল সাংবাদিক ও মৃতদের আত্মীয় ও এলাকাবাসী দের মুখোমুখি হয়ে চোখের জলে সচেতনের বক্তব্যে এই নৃশংস ঘটনার প্রতিবাদ করেন । স্বপন বাউল বলেন আমি এলাকাবাসীর কাছে জানতে পারলাম শুধুমাত্র প্রেম ঘটিত বিষয়ে অপরাধীর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য অপরাধী সুস্থ মাথায় প্ল্যান করে রাতে জানলা দিয়ে কেরোসিন বা পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে মেরে দেয় বাবা, মা ও সঙ্গে পাঁচ বছরের শিশুকে। স্বপন বাউল এই নারকীয় হত্যা কান্ডের সঙ্গে জড়িত অপরাধীদের ফাঁসি সাজার দাবি তোলেন এবং আইন আদালত পুলিশ প্রশাসনকে কঠিন ও কঠোর হতে বলেন । এবং সচেতন ও প্রতিবাদ করতে করতে স্বপন বাবুর চোখে চোখ জলে ভরে যায় । তিনি বলেন রাজ্যে জেলায় জেলায় চলছে অহেতুক ছেলেধরা , চোর সন্দেহে গনপিটুনি , গনধোলাই, গণ হত্যা আর চোখে দেখা যায় না। তার উপর বোলপুরে রজত পুর সংলগ্ন গ্রামে তিনজনকে ঘুমন্ত জীবন্ত অবস্থায় আগুনে পুড়িয়ে মারার ঘটনা প্রমাণ করে মানুষ তাদের মনুষত্য হারিয়েছে পশু হিংস্র জানোয়ারের থেকেও খতরনক হয়ে উঠছে এসব বন্ধ করতে হবে। আর কোথাও যেন গুজব ছড়ানো না হয় , গনপিটুনি, গনধোলাই, গণহত্যা , আগুনে পুড়িয়ে মারার ঘটনা যেন না ঘটে। জনগণ সরকার পুলিশ প্রশাসনকে সচেতন হতে হবে আইন আদালত কে কঠিন কঠোর হয়ে অপরাধীদের ফাঁসির সাজা দিতে হবে । সমাজের পাশে নিঃস্বার্থ ভাবে ছুটে এসে স্বপন দত্ত বাউলের এই মহতী উদ্যোগ দেখে এলাকাবাসী সাধুবাদ জানায় । স্বপন বাউলের বার্তায় যে আপনারা সকলেই আমার নিজের আমি আপনদের ঘরের ছেলে । আহা! আমারই বাব, মা , ভাইয়ের মত তিনজনকেই আগুনে পুড়িয়ে মেরে দিলো আমার চোখের জল আর থামছে না।এমন সমাজ সচেতনের একজন প্রতিবাদী জনদরদী বাউলের সচেতনের বার্তা দিতে গিয়ে চোখের জল দেখে কেউ কেউ বলেই ফেললেন স্বপন বাউলের চোখের জল দেখে মনে হচ্ছে স্বপন বাউল আমাদেরই একজন।