খায়রুল আনাম,
বোলপুর-শান্তিনিকেতনের বন দপ্তর চত্বর থেকেই ট্রাক্টরে চাপিয়ে কাটা গাছ নিয়ে যাওয়ার সময় তা সাধারণের নজরে আসে। সকলে মিলে এর প্রতিবাদ করলেও বন দপ্তর কোনও পদক্ষেপ না নেওয়ায় ট্রাক্টর-সহ সেই কাটা গাছ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতকারীরা। যার বাজার মূল্য প্রায় ৯০ হাজার টাকা। এই ঘটনায় বোলপুরের রেঞ্জ অফিসার প্রদীপ হালদারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তারই মদতে সরকারি দপ্তরে জমা থাকা এই গাছ পাচার করা হচ্ছিল বলেও অভিযোগ উঠেছে। বিষয়টি সামনে আসতেই বীরভূমের ডিএফও দেবাশিস মহিমাপ্রসাদ প্রধান সমগ্র বিষয়টি খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে।