ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের বিজয়া সম্মেলন, কৃতী সম্বর্ধনা
সেখ সামসুদ্দিন, ১৬ অক্টোবরঃ বর্ধমান সদর সাউথ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন এর পরিচালনায় মেমারি পারিজাত নগর এলাকার সুচিত্রা ভবনে বর্ধমান সদর সাবডিভিশনের ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সদস্য, জেলার আম্পায়ার, লাইন জাজ ও খেলোয়াড়দের নিয়ে বিজয়া সম্মেলনী, কৃতী খেলোয়াড় সংবর্ধনা ও কৃতী ছাত্র সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। প্রথমে আরজিকর মেডিকেল কলেজে অভয়ার খুন ও ধর্ষণের অভিযুক্তদের বিচারের দাবিতে প্রতীকী প্রতিবাদ করা হয় প্রতিবাদী টি-শার্ট পরে মোমবাতি প্রজ্জলন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। সদর সাউথ ব্যাডমিন্টন খেলোয়াড় তথা মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ছাত্র কৌশিক সরকারকে দ্বিতীয় বর্ষের মেডিকেল পড়ার সমস্ত পুস্তক তুলে দেওয়া হয় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং বর্ধমান সদর দক্ষিণ সাব ডিভিশনের খেলোয়ার তথা বর্ধমান বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টনের প্রথম র্যাঙ্কিং অর্পণ মিস্ত্রি এবং দ্বিতীয় অরূপ তালুকদারকে সংবর্ধনা দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূর্ব বর্ধমান জেলা ব্যাডমিন্টন সংস্থার সম্পাদক তথা এনআইএস ব্যাডমিন্টন কোচ সুহাস নাথ এবং জেলা সহ সম্পাদক শ্রীকান্ত বিশ্বাস। এছাড়াও বর্ধমান সদর সাউথ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সভাপতি অভিজিৎ রায়, সম্পাদক অরিন্দম বিশ্বাস, সহ সভাপতি পুষ্পেন্দু সামন্ত, সহ সম্পাদক সঞ্জয় অধিকারী, হিসাবরক্ষক তাপস বিশ্বাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বর্ধমান সদর সাউথ ব্যাডমিন্টন সংস্থার সভাপতি অভিজিৎ রায় বলেন গত বছর আমরা একজন মেডিকেল ছাত্রের এমবিবিএস পাশ করতে সকল বই প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেজন্য এ বছর তাকে দ্বিতীয় বছরের বই তুলে দেওয়া হয়। জাতীয় সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।