ব্যাধি

Spread the love

ব্যাধি


বিভাগ –গদ্য কবিতা
কলমে–নির্মল কুমার প্রধান
তারিখ –১৩/১০/২০২৪

শরীর থাকলেই রোগ – ব্যাধি স্বাভাবিক
তার জন্য মৃত্যু মুখে পথ হাঁটা
কোন জীবনের কাম্য নয় , সদিচ্ছাও নয়।

দেহের ব্যাধিকে ‘ এহো বাহ্য ‘ ভাবলে
মনের রোগ তো ক্রমশঃ বিস্তৃতির পথে হাঁটছে
তাকে থামাবার উপায় কই ?
সূত্র থাকলেও রোগকে ঠেকানোর মানসিকতা নেই।

অবক্ষয়ের রোগ দিন দিন শিকড় গেড়ে বসেছে
সময় সেখানে নীরব দর্শক
বহু ব্যাধি এখনো নিরাময়ের দফায়
কিন্তু অন্যকে ভুল বোঝা ,আর অন্যের ভুল ধরা
এ দুটির লেখচিত্র ক্রমান্বয়ে উর্দ্ধমুখী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *