ব্রতচারী উপশীলন শিবির

Spread the love

ব্রতচারী উপশীলন শিবির

বনি সিংহ : ব্রতচারী আন্দোলনের প্রবর্তক ও বাংলার ব্রতচারী সমিতির প্রতিষ্ঠাতা হলেন গুরুসদয় দত্ত। তাঁকেই অনুশীলন করে ২৩শে ডিসেম্বর (২০২৩) থেকে শুরু হয়েছে নিখিল বঙ্গ পূর্ণাঙ্গ ব্রতচারী উপশীলন শিবির চলবে ১লা জানুয়ারি পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা জেলার ব্রতচারী গ্রাম জোকা গুরুসদয় উদ্যানে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় আড়াইশো জন ছেলে মেয়ে এই শিবিরে অংশগ্রহণ করেন। যারা কোন সংকল্পকে পালন করা কর্তব্য মনে করেন এবং আচরণও সেইভাবে করেন তাদের ব্রতচারী বলা হয়। জ্ঞান, শ্রম, সত্য, ঐক্য ও আনন্দ এই পাঁচটি ব্রতের সমষ্টিকেই ব্রতচারীর পঞ্চব্রত বলা হয়। এদিন বাংলার ব্রতচারী সমিতির সংগঠন সচিব বাণীব্রত মুখার্জি এবং ব্রতচারী সমিতির শিক্ষা সংস্কৃতি পরম্পরা সচিব মমতা চ্যাটার্জি এবং বাংলা ব্রতচারী সমিতির গ্রাম সচিব বিজন কুমার মন্ডল ব্রতচারী সম্পর্কে কিছু বক্তব্য তুলে ধরেন। এছাড়াও ব্রতচারী সমিতি থেকে ছিলেন মাম্পি চ্যাটার্জি, সুজিত মন্ডল ও সুজিত নস্কর সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *