ব্রিগেডে জনগর্জন সভা থেকে ফিরেই দলীয় প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন শুরু
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- গতকাল অর্থাৎ ১০ই মার্চ কলকাতার ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জনগর্জন সভার ডাক দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বঞ্চনার প্রতিবাদে। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি বীরভূম জেলা থেকেও দলীয় কর্মী সমর্থকগণ সেখানে জমায়েত হন। মিটিং শোনার সাথে সাথে একটা উৎসাহ উৎকন্ঠা ছিলই যে লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা হলেও হতে পারে জনসভার মঞ্চ থেকে। প্রার্থী হিসেবে কার নাম ঘোষিত হয় তা শোনার অপেক্ষা। সেই উৎসাহ নিয়েও অনেকে ব্রিগেডের জনসভায় সামিল হন। এদিন জনগর্জন সভা থেকেই অভিষেক ব্যানার্জি রাজ্যের ৪২ টি আসনেই দলীয় প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেন। গতকাল রাতেই মিটিং থেকে বাড়ি ফিরেই আজ সোমবার সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্তে দলীয় প্রার্থীর সমর্থনে শুরু হয়েছে দেওয়াল লিখন। অনুরূপ খয়রাসোল ব্লকের বড়রা গ্রামেও দেখা গেল সেইরূপ চিত্র।উল্লেখ্য বীরভূম লোকসভা কেন্দ্রে এই নিয়ে চতুর্থবারের জন্য প্রার্থী হয়ে প্রতিদ্বন্দিতার ময়দানে অবতীর্ণ শতাব্দী রায়।তারই সমর্থনে বীরভূম জেলা পরিষদ সদস্যা কামেলা বিবি রং তুলি হাতে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে শতাব্দীর সমর্থনে দেওয়াল লিখনে সামিল। সেইসাথে ছিলেন খয়রাসোল ব্লক তৃনমূল কোর কমিটির সদস্য উজ্জ্বল হক কাদেরী সহ স্থানীয় তৃনমূল নেতৃত্ব ও দলীয় কর্মীগণ।