ব্লক তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক প্রশিক্ষণ শিবির ও রক্তদান

Spread the love

ব্লক তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক প্রশিক্ষণ শিবির ও রক্তদান

সেখ সামসুদ্দিন, ২৫ আগস্টঃ মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে হাটপুকুর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে রাজনৈতিক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। একই সঙ্গে বর্ধমান টেরেসা হাসপাতাল ওম্ ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় ২০০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা রেখে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরের সূচনা করেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী। রক্তদান শিবির ও রাজনৈতিক প্রশিক্ষণ শিবিরে ব্লক সভাপতির সঙ্গে উপস্থিত ছিলেন মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা, সহ-সভাপতি বসন্ত রুইদাস সহ সমস্ত কর্মাধ্যক্ষগণ, দশটি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ সদস্যবৃন্দ, দশটি পঞ্চায়েতের বুথ সভাপতি সহ কর্মীবৃন্দ, মেমারি ১ ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কৌশিক মল্লিক সহ সকল শাখা সংগঠনের নেতৃত্ব ও কর্মীবৃন্দ। নিত্যানন্দ ব্যানার্জী জানান এদিনের রাজনৈতিক প্রশিক্ষণ শিবিরে উপস্থিত থাকবেন জেলা পরিষদের প্রাক্তন সহ-সভাপতি দেবু টুডু এবং জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম। এতদিন রাজনৈতিক মিটিং, সভা ইত্যাদি শোনা গেলেও রাজনৈতিক প্রশিক্ষণ শিবির সাধারণত নজরে পড়ে না যা মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি আয়োজন করে। এ বিষয়ে নিত্যানন্দ ব্যানার্জী জানান ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের এক বছর অতিবাহিত হওয়ার পর মনে হচ্ছে রাজনৈতিকভাবে কর্মীদের কিছু কিছু বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন যাতে করে তারা কোনো ভুল ত্রুটি না করে ফেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *