ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিশ্ব আদিবাসী দিবস পালন
সেখ সামসুদ্দিন, ৯ আগস্টঃ জামালপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে আজ বিশ্ব আদিবাসী দিবস পালন করা হয়। জামালপুর বাসস্ট্যান্ডের কাছে সিধু কানুর মূর্তিতে মাল্যদান করেন বিডিও পার্থ সারথী দে ও পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান। মেহেমুদ খান বলেন রাজ্য সরকার সকল সম্প্রদায়কে সমান গুরুত্ব দেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর এই রীতিই চালু করেছেন। তাঁর অনুগত হিসাবে তাঁরাও আজকের এই দিনে এই দুই মহান মনিষীকে মাল্যদান করেন। এরই সঙ্গে আজ ব্লক অফিস থেকে ৮ জনকে ধামসা, মাদল, ঘণ্টা, বাঁশি তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিডিও পার্থ সারথী দে, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, জেলা পরিষদ সদস্য কল্পনা সাঁতরা সহ পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মাধক্ষ্যরা।