ব্লক স্তরীয় যুব সংসদ প্রতিযোগিতা ২০২২ ।

Spread the love

ব্লক স্তরীয় যুব সংসদ প্রতিযোগিতা ২০২২ ।

শুভদীপ ঋজু মন্ডল বাঁকুড়া:– পশ্চিমবঙ্গ সরকারের পরিষদীয় বিষয়ক দপ্তরের উদ্যোগে সারা রাজ্যজুড়ে মাধ্যমিক উচ্চমাধ্যমিক বিদ্যালয়গুলো তে চলছে যুব সংসদ প্রতিযোগিতা ২০২২ আজ জঙ্গলমহলের সারেঙ্গা ব্লকের ব্লক পর্যায়ের যুব সংসদ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো সারেঙ্গা ব্লকের জামবনী উচ্চতর বিদ্যালয়ে। ব্লক পর্যায়ের এই প্রতিযোগিতায় ব্লক এলাকার ৮ টি বিদ্যালয় অংশগ্রহণ করেছিল তার মধ্যে যুব সংসদ প্রতিযোগিতায় কৃষ্ণপুর গোহালডাঙ্গা সর্বার্থ সাধক উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অধিকার করে। দ্বিতীয় স্থানে রয়েছে তপ্ত দামিদি বনমালী বিদ্যামন্দির ও তৃতীয় স্থান অধিকার করেছে সারেঙ্গা গার্লস হাই স্কুল ।বিদ্যালয় গুলির ছাত্র-ছাত্রীদের সংসদ চালানোর যে অভিজ্ঞতা তারা তুলে ধরল তার নিরিখে এই সম্মাননা। উল্লেখ্য ব্লক পর্যায়ের প্রতিযোগিতায় যে বিদ্যালয় প্রথম স্থান অধিকার করেছে তারা আগামীদিনে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করা কৃষ্ণপুর গোয়ালডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার মন্ডল বলেন এটা আমাদের ছাত্র-ছাত্রীদের সাফল্য সঙ্গে আমাদের শিক্ষক মশায়রা যে অক্লান্ত পরিশ্রম করেছেন তার ফসল। আমাদের ছাত্রছাত্রীরা খুব ভালো ফল করায় খুশি সকলেই। আজকের প্রতিযোগিতায় তাৎক্ষণিক বক্তৃতা, প্রবন্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মঞ্চে উপস্থিত ছিলেন সারেঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকারিক ফাহিম আলম , সারেঙ্গা চকলেট অমর বিদ্যালয় পরিদর্শক সোনালী মুর্মু সারেঙ্গা দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক তন্ময় চক্রবর্তী,শিক্ষা কর্মাধ্যক্ষ সুভাষ মাইতি শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক সাধন কুমার মন্ডল, সারেঙ্গা ব্লক যুব তৃণমূল সভাপতি কৃষ্ণেন্দু মাহাতো,বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক ফাল্গুনী সিনহা বাবু গড় রায়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধুসূদন মন্ডল, সারেঙ্গা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শেখর রাউত সহ বিশিষ্ট মানুষজন ও বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি সম্পাদক অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ আজকের এই অনুষ্ঠানকে ঘিরে জামবনী উচ্চতর বিদ্যালয়ে সাজো সাজো রব ও ছাত্র-ছাত্রীদের মধ্যে আলাদা উন্মাদনা লক্ষ্য করা যায়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জামবনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল কুমার মল্লিক। উজ্জ্বল বাবু বলেন আমাদের বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ ও শিক্ষক কর্মচারীবৃন্দ সকলের সহযোগিতায় অনুষ্ঠানটি সফলতা লাভ করেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *