ভবঘুরেদের আহারে আয়োজনে বাঁকুড়ার পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ

Spread the love

সাধন মন্ডল,

: লকডাউনে অসহায় মানুষের পাশে বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ শিবাজী বন্দ্যোপাধ্যায়
বর্তমান করোনার কঠিন পরিস্থিতি ও লকডাউনের মুখোমুখি হয়ে যে সমস্ত ভবঘুরেরা সমস্যায় পড়েছেন ও দুস্থ মানুষরা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তাদের কথা চিন্তা করে লকডাউন পরিস্থিতিতে অসহায়-দুঃস্থ, সাধারণ মানুষ ও ভবঘুরেদের জন্য মমতা বন্দোপাধ্যায় এর অনুপ্রেরনায় ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে মা অন্নপূর্ণা কর্মসূচির রান্না করা দুপুরের খাবার বিলির ব্যবস্থা করলেন বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ যুবনেতা, সমাজসেবী শিবাজী বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার বাঁকুড়ার ভৈরব স্থানে আনুষ্ঠানিকভাবে ” মা অন্নপূর্ণা আহার “এর শুভ সূচনা হয় এবং অসহায় দুস্থ সাধারণ মানুষ ও ভবঘুরেদের দুপুরের খাবার প্রদান করা হয় । আগামীদিনে বাঁকুড়া পৌরসভার 24 টি ওয়ার্ডে ঘুরে ঘুরে ভবঘুরে ও দুঃস্থ মানুষদের দুপুরের খাবার প্রদান করা হবে বলে জানান শিবাজী বন্দোপাধ্যায়। তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার মানুষ ।

শিবাজী বন্দ্যোপাধ্যায় আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান , অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে বর্তমান কঠিন পরিস্থিতিতে অসহায়-দুস্থ সাধারণ মানুষ ও ভবঘুরেদের কথা চিন্তা করে এই উদ্যোগ নেওয়া হয়েছে এর ফলে উপকৃত হবেন তারা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *