ভর সন্ধ্যায় দুঃসাহসিক চুরি,খয়রাশোল থানা লাগোয়া বাড়ীতে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
রবিবার ভর সন্ধ্যা নাগাদ বীরভূম জেলার খয়রাশোল থানা লাগোয়া পেশায় হোমিওপ্যাথি ডাক্তার সরোজ কুমার পন্ডিতের বাড়ীতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। বিবরণে জানা যায় যে গতকাল অর্থাৎ রবিবার দুপুরে ডাক্তার সরোজ কুমার পন্ডিত বাড়ীতে তালা দিয়ে সপরিবারে শ্বশুর বাড়ী গিয়েছিলেন একটি অনুষ্ঠানে।রাত্রি সাড়ে আটটা নাগাদ বাড়ী ফিরে তালা খুলে দেখেন বাড়ীর ভেতরে দরজা জানালা খোলা অবস্থায় রয়েছে। প্রথমেই হতভম্ব হয়ে পড়েন।পরে দেখেন সীমানা ঘেরা পাঁচিলের ওপরে তারকাঁটা দিয়ে বেড়ার তার কাটা রয়েছে। বাড়ীর পিছনের জানালার কপাট ভেঙে এবং গ্রিল কেটে চোরেরা বাড়ীর ভেতরে ঢোকেছে। অন্যরুমে দেখতে পান আলমারি ভেঙে জিনিসপত্র তছনছ করা হয়েছে। সেখান থেকে লক্ষাধিক টাকা ও কয়েকভরি সোনা রূপার গহনা নিয়ে চোরেরা চম্পট দেয়।ডাক্তার সরোজ কুমার পন্ডিত স্থানীয় খয়রাশোল থানায় সাথে সাথেই খবরটি জানান। থানা থেকে ঢিলছোঁড়া দূরত্বে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটায় পাড়া প্রতিবেশী সহ গ্রামবাসীরা আতঙ্কিত। এটা একটা খুব পরিকল্পনা মাফিক চুরি। এই ঘটনার পর থেকে ঘরের লোকজন খুব আতঙ্কিত হয়ে পড়েছেন একান্ত সাক্ষাৎকারে চুরি যাওয়া টাকা ও সোনার জিনিসপত্র বিষয়ে বিস্তারিত বিবরণ দেন গৃহকর্তা সরোজ কুমার পন্ডিত।