সেখ মিলন (ভাতাড়, পূর্ব বর্ধমান)
ভাতাড় থানার পুলিশের তৎপরতায় ধরা পড়ল গাড়িসহ প্রচুর পরিমাণে নিষিদ্ধ সিরাপ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধ সিরাপ ভর্তি একটি লরি ঝাড়খন্ড থেকে পূর্ব বর্ধমানের ভাতাড়ের ছয় মাইল এলাকায় একটি গুদাম ঘর সংলগ্ন এলাকায় আসে । গাড়িতে চালের আড়ালে নিষিদ্ধ কফ সিরাপগুলি অন্য একটি লরিতে খালি করা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে ভাতাড় থানার বিশাল পুলিশ বাহিনী ওই এলাকায় হানা দেয়।দুটি লরি থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে নিষিদ্ধ কফ সিরাপ। পুলিশের জালে ধরা পরে এক পাচারকারী। ধৃতের নাম দীপ বিশ্বাস, বাড়ি আসামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পূর্ব বর্ধমান জেলার ডিএসপি ক্রাইম শাশ্বতী শ্বেতা সামন্ত, সিআই(এ) সাধন বন্দ্যোপাধ্যায়, ভাতাড় থানার ওসি পঙ্কজ নস্কর, ভাতাড়ের বিডিও দেবজিৎ দত্ত। জানা গেছে, ৪৭০ পেটি অর্থাৎ প্রতি পেটিতে ১০০টি বোতল মোট ৪৭ হাজার বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার হয়েছে। যার বাজার মূল্য কোটি টাকা। এই বিপুল পরিমাণে নিষিদ্ধ কফ সিরাপ বাংলাদেশের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল বলে জানা গেছে।ভাতাড় থানার ওসি পঙ্কজ নস্কর জানিয়েছেন, ঘটনার সঙ্গে যুক্ত ১ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে সন্ধান চলছে।