সেখ মিলন (ভাতাড়, পূর্ব বর্ধমান) বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের ভাতারের শালকুনি গ্রামের শ্মশান সংলগ্ন এলাকায়। সিআইডি বোমস্কোয়াডের দল বোমাগুলিকে নিষ্ক্রিয় করে। স্থানীয় সূত্রে জানা যায় ,পূর্ব বর্ধমানের ভাতারের সাহেবগঞ্জ-১ অঞ্চলের শালকুনি গ্রামের শ্মশান সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি বোমা পড়ে থাকতে দেখা যায়। গোপন সূত্রে ভাতার থানার পুলিশের কাছে খবর আসে বিষয়টি। খবর পেয়ে ভাতার থানার পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে বোমাগুলি ঘিরে রাখে । এরপরই খবর দেওয়া হয় সিআইডি বোম স্কোয়ার্ডের প্রতিনিধিদের। বোম স্কোয়ার্ডের প্রতিনিধি দল, ভাতার দমকল বিভাগ, স্বাস্থ্য দপ্তরের কর্মী এবং ভাতার থানার পুলিশের উপস্থিতিতে বোমাগুলি ফাঁকা জায়গায় নিষ্ক্রিয় করা হয়। জানা গেছে, ভাতারের শালকুনি শ্মশান সংলগ্ন এলাকা দিয়ে কৃষকরা কৃষি কাজের জন্য মাঠে যান। পাশাপাশি বহু গোপালক ওই এলাকাতে গরু চড়ান। যেকোনো সময় বিপদের মুখে পড়তে পারতো স্থানীয়রা। ভাতার থানার পুলিশের তৎপরতায় বোমাগুলিকে ঘিরে রাখা হয় এবং নিরাপদ স্থানে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়। জানা গেছে, ভাতারের শালকুনি এলাকা থেকে তিনটি তাজা বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। পাশাপাশি শ্মশান সংলগ্ন এলাকায় আর বোমা আছে কিনা তা তল্লাশি চালানো হয়। তবে শ্মশান সংলগ্ন এলাকায় কিভাবে বোমাগুলি এলো ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ভাতার থানার পুলিশ।