ভাতাড়ে নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার কান্ডে গ্রেপ্তার আরও ২

Spread the love

সেখ মিলন (ভাতাড়,পূর্ব বর্ধমান)
পূর্ব বর্ধমানের ভাতাড়ে নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার আরও এক।ধৃতের নাম অসিত সরকার। তাঁর বাড়ি উত্তর 24 পরগনার গাইঘাটা এলাকায়। এই নিয়ে মোট তিনজনকে গ্রেফতার করল পূর্ব বর্ধমানের ভাতাড় থানার পুলিশ। উল্লেখ্য, সপ্তাহ দুয়েক আগে ভাতাড়ের গর্দানমারি সংলগ্ন এলাকায় ধানের বস্তার আড়ালে দুটি লরি থেকে প্রায় ৪৬ হাজার ৯০০ বোতল নিষিদ্ধ ফেনসিডিল সিরাপ উদ্ধার করে পুলিশ। ঘটনায় গাড়ি চালক আসামের বাসিন্দা দ্বীপ বিশ্বাসকে গ্রেফতার করা হয় । দীপকে হেফাজতে নিয়ে পুলিশ বর্ধমান শহরের বাসিন্দা অভিষেক সাউকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, অভিষেক কখনো ধানের বস্তার আড়ালে, কখনো সবজির আড়ালে নিষিদ্ধ ফেনসিডিল পাচারের ভুয়ো চালান তৈরি করত। এরপরই অভিষেককে হেফাজতে নিয়ে পুলিশ ঘটনায় উদ্ধার হওয়া আরও একজন লরি চালক অসিতকে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করা হয়। জানা গেছে, ধৃত অসিত সরকার উদ্ধার হওয়া একটি গাড়ির চালকের পাশাপাশি নিজেই ওই গাড়ির মালিক। ধৃতকে হেফাজতে নিয়ে পুলিশ ঘটনার তদন্ত চালাবে। পুলিশের আশা খুব শীঘ্রই নিষিদ্ধ ফেনসিডিল পাচার চক্রের কিনারা পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *