ভাতারের বেশ কিছু স্কুল পড়ুয়া তাদের টিফিনের খরচা বাঁচিয়ে পথ চলতি মানুষদের সরবোত ও জল বিতরণ করল এই কর্মসূচির চলল রবিবার তিনটে পর্যন্ত।
গরমের সময় পথচারীদের জন্য পানীয় জল ও শরবতের ব্যবস্থা করল কয়েকজন পড়ুয়া। টিফিনের খরচ বাঁচিয়ে গ্লুকোন ডি মেশানো সরবোত, ঠান্ডা পানীয় জল। সৃজন মাহান্ত, তনীশা গোষ্বামী, গৌরব মন্ডল,বংশ নন্দী,চন্দ্রিল রায়। ভাতার বাজারে পথ চলতি মানুষকে এবং বিভিন্ন গাড়ির চালককে এই পানীয় জল ও সরবোত বিতরণ করা হয়।
এই স্কুল পড়ুয়াদের উদ্যোগে খুশি এলাকার মানুষজন।