সেখ মিলন,( ভাতাড় পূর্ব বর্ধমান)
সাড়ম্বরে দেশজুড়ে পালিত হল ৭৫তম প্রজাতন্ত্র দিবস। অন্যান্য জায়গার পাশাপাশি পূর্ব বর্ধমানের ভাতার দ্য সানশাইন একাডেমী ইংরেজি মাধ্যম স্কুলে যথাযথ মর্যাদায় ৭৫ তম প্রজাতন্ত্র দিবস পালিত হয়। জাতীয় পতাকা উত্তোলন, মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদান, কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্কুলে ৭৫ তম প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। জানা গেছে, এলাকায় ছাত্র-ছাত্রীদের মধ্যে উন্নততর শিক্ষার প্রসার ঘটানোর লক্ষ্যে ভাতার কামারপাড়া রোডে ভাতার গ্ৰাম সংলগ্ন এলাকায় মনোরম পরিবেশের মধ্যে ভাতার দ্যা সানশাইন একাডেমী ইংরেজি মাধ্যম স্কুল গড়ে তোলা হয়। ধীরে ধীরে এই স্কুল সুনাম বৃদ্ধি করেছে এলাকায়। ২০২৩-২৪ বর্ষের অলিম্পিয়ার পরীক্ষায় এই স্কুল থেকে সফলতা অর্জন করেছে চারজন ছাত্রছাত্রী। অলিম্পিয়াসে কৃতি ছাত্র-ছাত্রীরা হলেন (সম্ভাবী চৌধুরী, ক্লাস ফাইভ), (অরন্যা রায়, ক্লাস ফোর), (অদ্রিতা মন্ডল, ক্লাস ফোর) ,(অহিল মল্লিক,কেজি)। এদিন স্কুলের পক্ষ থেকে অলিম্পিয়াসের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধিত করা হয়। স্কুলের কর্ণধর কৃষ্ণ বিনোদ যশ বলেন ,গ্রাম বাংলার বুকে উন্নত শিক্ষার প্রসার ঘটানোর লক্ষ্যে ২০১৩ সালে স্কুলের প্রতিষ্ঠা হয়। গ্রামবাংলার ছাত্র-ছাত্রীরা নিজের এলাকায় ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করে সমাজ গঠন ও দেশ গঠনে কাজে লাগবে। এই উদ্দেশ্য নিয়ে এই স্কুল গড়ে তোলা হয়। ভাতার দা সানশাইন একাডেমি স্কুল আজ প্রতিষ্ঠিত ।এই স্কুলের ছাত্র-ছাত্রীরা অলিম্পিয়াসে সফলতা পেয়েছে এটা স্কুলের গর্ব। আগামী দিনে সকল ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন ভাতারের বিশিষ্ট সমাজসেবী তথা স্কুলের যুগ্মকর্ণধার কৃষ্ণ বিনোদ যশ।