ভাতারের আলিনগরে একটি বেসরকারি স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেতে উঠলেন স্কুলের কচিকাঁচারা
। অনুষ্ঠান চলে মঙ্গলবার দুটো পর্যন্ত।
২০০৩ সালে ভাতারের আলিনগরে সোনার বাংলা শিশু নিকেতন প্রতিষ্ঠিত হয়।
টানা ২১ বছর ধরে এই স্কুল নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
আজ স্কুল চত্বরে অনুষ্ঠিত হলো একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
স্কুলের প্রাক্তন বর্তমান ছাত্র-ছাত্রী, স্কুলের প্রাক্তন বর্তমান অভিভাবকরা উপস্থিত ছিলেন।
নাচ, গান, আবৃত্তি ও নাটকের মাধ্যমে আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল ।
স্কুলের প্রধান শিক্ষক মনিরুল হক মন্ডল জানান, গত পরশু অর্থাৎ রবিবার আমাদের আলিনগর খেলার মাঠে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকরা দারুন ভাবে আমাকে সাহায্য করেছে এই অনুষ্ঠানটি করতে। সকলকে আমি আমার স্কুলের পক্ষ থেকে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাই।
প্রাক্তন ছাত্রী আসমা উল হুসনা অনুষ্ঠানে এসে জানান এই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে আমি খুব আনন্দ উপভোগ করলাম। প্রতিবছরই আমাদের বিদ্যালয়ের অনুষ্ঠান হয়ে থাকে এ বছরও হল।।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।