ভাতারের একাধিক অঞ্চলে জমজমাট ভোট প্রচার তৃণমূলের
সেখ মিলন (ভাতাড়, পূর্ব বর্ধমান)
জমজমাট ভোট প্রচার তৃণমূলের। পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের একাধিক অঞ্চলে ভোট প্রচার সারলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। রবিবার ভাতারের আলিনগর থেকে প্রচার শুরু করেন তৃণমূল প্রার্থী। বামুনারা অঞ্চলে কর্মীসভা, ভাতারের বনপাস কামারপাড়ায় শিব মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ যাত্রা এবং কামারপাড়ায় ষষ্ঠী তলায় একটি অনুষ্ঠান বাড়িতে কর্মীসভার আয়োজন করা হয়। সেখান থেকে সাহেবগঞ্জ দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোলদা গ্রামে জনসংযোগ যাত্রা শুরু হয়। প্রার্থীকে শুভেচ্ছা জানাতে আদিবাসী নৃত্য ও নানান ধরনের বাদ্যযন্ত্রের ব্যবস্থা করা হয়। সেখান থেকে ওড়গ্রাম কলোনিতে কর্মীসভা ও মধ্যাহ্নভোজন সেরে ভাতারের কাশিপুরে কর্মী সভার আয়োজন করা হয়। এদিন সকাল থেকেই তৃণমূল কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। তৃণমূল নেতৃত্বে দাবি, ভাতার বিধানসভা থেকে বিপুল ব্যবধানের ভোটে জয়লাভ করবেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা প্রাক্তন ক্রিকেটার কৃতি আজাদ। প্রার্থীর সঙ্গে প্রচারে নেতৃত্ব দেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী, রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শান্তনু কোনার, ব্লক সভাপতি বাসুদেব যশ, যুব তৃণমূলের সভাপতি অমিত কুমার হুই, সহ-সভাপতি জুলফিকার আলী, যুবনেতা শেখ শফিকুল আলম, তৃণমূল নেতা অশোক হাজরা সহ অন্যান্যরা।