আমিরুল ইসলাম,
ভাতারের ঢেরিয়া গ্রামে BJP ফ্লাগ ছেঁড়া দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য।
পূর্ব বর্ধমান জেলার ভাতারের বলগোনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভাতারের ঢেরিয়া গ্রামে গতকাল গভীর রাত্রে BJP ফ্লাগ ও দলীয় পতাকা ছেঁড়া দেওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। অভিযোগের তির শাসক দল তৃণমূলের দিকে।
BJP 33 নম্বর মন্ডল সভাপতি রাজ কুমার হাজরা জানান, ভাতারে বর্তমানে বিজেপি একটি জায়গা তৈরি করেছে ।তাই তৃণমূল কংগ্রেস বিজেপি কে দমন করার জন্য নানান চক্রান্ত করছে। আগামীকাল আমাদের একটি মিছিল আছে ভাতার বাজারে কৃষি বিল এর সমর্থনে। তাই আমাদের কর্মীরা ঢেরিয়া গ্রামে BJP ফ্লাগ লাগিয়ে ছিল। কিন্তু রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা সে সমস্ত ফ্ল্যাগ ছেঁড়া দেয়। আমরা লিখিত অভিযোগ জানিয়েছি ভাতার থানা।
অপরদিকে ভাতার ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জুলফিকার আলী জানান, ঢেরিয়া গ্রামের ঘটনা সম্পূর্ণ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। এখানে তৃণমূলের কোন সম্পর্ক নেই। তাদের নিজেদের জায়গা দখলের লড়াই। তৃণমূল এ ধরনের রাজনীতি করে না।
সব মিলিয়ে দলীয় পতাকা ছেঁড়া কে নিয়ে ব্যাপক চাঞ্চল্য ভাতারের ঢেরিয়া গ্রামে।