ভাতারের ধান্দলসা গ্রামে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির,
রক্ত তুলে দেয়া হল বর্ধমান মেডিকেল কলেজ হসপিটাল হাতে ।
কর্মসূচি চলল শনিবার দুটো ৪০ মিনিট পর্যন্ত।
ভাতারের ধান্দলসা গ্রামে রয়েছে কাপাসি কন্ট্রাকশন এন্ড ইলেকট্রিক কোম্পানি।
যাদের উদ্যোগে আজ অর্থাৎ শনিবার একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। প্রায় সত্তর জন রক্তদাতা রক্ত দান করেন এই শিবিরে।
এ বছর তারা প্রথম রক্তদান শিবির করলেন।
এলাকার মানুষজন তাদের এই উদ্যোগে খুশি হয়েছেন।
কারণ বর্তমানে রক্তের সংকট রয়েছে ব্লাড ব্যাংক গুলিতে।
কোম্পানির সমস্ত শ্রমিকরা এই রক্তদান শিবিরে রক্ত দান করেন।
বিদ্যুৎ দপ্তরের সমস্ত কাজ এই কোম্পানি করে থাকে।
এই কোম্পানি কাজ করেন বনপাস কামারপাড়া বিদ্যুৎ দপ্তরের অধীনে।
কোম্পানির মালিক হিমাংশু কাপাসি জানান,
আমার বহুদিনের ইচ্ছা সমাজ সেবামূলক কাজ করব ।
তো এই প্রথম শুরু করলাম। সকলকে পাশে পেয়ে আমার খুব ভালো লাগছে।
আগামীতে আমি আরও সমাজসেবা মূলক কাজের সঙ্গে যুক্ত হব।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।